বেসিস নির্বাচনে আলমাস কবীর নেতৃত্বাধীন প্যানেলের জয়
(বাম থেকে) সৈয়দ আলমাস কবীর, ফারহানা এ রহমান শোয়েব আহমেদ মাসুদ; তানজিদ সিদ্দিক স্পন্দন, মুশফিকুর রহমান, দিদারুল আলম সানি; লুনা শামসুদ্দোহা, মোস্তফা রফিকুল ইসলাম, ফাহিম মাসরুর
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে ২০১৮-২০২০ মেয়াদের জন্য এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচন হয়। নতুন নির্বাচিতদের মধ্যে থেকেই বেসিসের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটভুটির পর সন্ধ্যায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল ফলাফল ঘোষণা করেন।
আলমাস কবীর নেতৃত্বাধীন ‘টিম হরাইজনের’ পাশাপাশি লুনা শামসুদ্দোহার নেতৃত্বে ‘প্যানেল উইন্ড অব চেইঞ্জ’, মোস্তাফা রফিকুল ইসলামের ডিউকের নেতৃত্বে প্যানেল ‘টিম বিজয়’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ৪৭৪ জন ভোটারের মধ্যে থেকে ভোট দিয়েছেন ৩৯৭ জন।
বর্তমান সভাপতি আলমাস কবীর সর্বোচ্চ ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ রহমান (১৭৮ ভোট), বিজনেস অটোমেশন লিমিটেডের ডিরেক্টর শোয়েব আহমেদ মাসুদ (১৮১ ভোট), জানালা বাংলাদেশ লিমিটেডের এমডি তানজিদ সিদ্দিক স্পন্দন (১৮০ ভোট), স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান (১৮৩ ভোট) এবং শুটিং স্টার লিমিটেডের এমডি দিদারুল আলম সানি (১৭৫ ভোট)।
নির্বাচিত অন্যরা হলেন- দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা (১৭৪ ভোট), ফ্লোরা টেলিকম লিমিটেডের মহাব্যবস্থাপক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক (১৬৬ ভোট) এবং আজকের ডিল ডটকম লিমিটেডের পরিচালক একেএম ফাহিম মাসরুর (৭৩)।
(বাম থেকে) সৈয়দ আলমাস কবীর, ফারহানা এ রহমান শোয়েব আহমেদ মাসুদ; তানজিদ সিদ্দিক স্পন্দন, মুশফিকুর রহমান, দিদারুল আলম সানি; লুনা শামসুদ্দোহা, মোস্তফা রফিকুল ইসলাম, ফাহিম মাসরুর (বাম থেকে) সৈয়দ আলমাস কবীর, ফারহানা এ রহমান শোয়েব আহমেদ মাসুদ; তানজিদ সিদ্দিক স্পন্দন, মুশফিকুর রহমান, দিদারুল আলম সানি; লুনা শামসুদ্দোহা, মোস্তফা রফিকুল ইসলাম, ফাহিম মাসরুর এদের মধ্যে ফাহিম মাসরুর সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বাকিরা সাধারণ সদস্য।
আগামী ২ এপ্রিল বেলা সাড়ে ৩টায় নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত পরিষদ সদস্যরা ২০১৮-২০২০ মেয়াদের জন্য সভাপতি, সহ-সভাপতি নির্বাচন করবেন।
কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন ঠেকানোর চেষ্টা হয়েছিল। সংগঠনের সদস্য মধুমতি টেকের স্বত্বাধিকারী রকিবুল মিনাসহ ১১ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের এক চিঠিতে ছয় মাসের জন্য নির্বাচন স্থগিত করার কথা জানানো হয়। পাশাপাশি বর্তমান কমিটিকে এই সময়ে দায়িত্বে থাকতে বলা হয়।
রকিবুল মিনার সঙ্গে এই তৎপরতায় যুক্ত অন্যদের মধ্যে টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল টি আহমেদ, বেস্ট বিজনেস বল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল, এফএম টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এম জি ফয়সাল, ঘাস ফুড লিমিটেডের চেয়ারম্যান আ ন ম হাবিবুল মোস্তাফা এবং বিভি ক্রিয়েটিভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আহমেদের নাম জানা গেছে।
চিঠিতে বেসিসের গঠনতন্ত্র সংশোধনের অনুলিপি যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) ও মন্ত্রণালয়ে জমা না দেওয়া এবং বেসিসের অফিসিয়াল লোগো পরিবর্তন না করার অভিযোগ আনা হয়েছিল বলে সংগঠনের সভাপতি সৈয়দ আলমাস কবীর জানিয়েছিলেন।
পরবর্তীতে ২৭ মার্চ নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে তারা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের দ্বারস্থ হন। দুই মন্ত্রীর আলোচনার মধ্যে দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে নির্বাচন নিয়ে জটিলতার অবসান হয়।
বেসিসের সভাপতি ছিলেন মোস্তাফা জব্বার। মন্ত্রী হওয়ার পর ১০ জানুয়ারি তিনি পদত্যাগ করলে পরদিন কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতির শূন্য পদে সৈয়দ আলমাস কবীরকে নির্বাচিত করা হয়।
নির্বাচনে তিন প্যানেল থেকে আটটি সাধারণ প্রার্থী পদে ২৬ জন এবং একটি সহযোগী প্রার্থী পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
More Link
(বাম থেকে) সৈয়দ আলমাস কবীর, ফারহানা এ রহমান শোয়েব আহমেদ মাসুদ; তানজিদ সিদ্দিক স্পন্দন, মুশফিকুর রহমান, দিদারুল আলম সানি; লুনা শামসুদ্দোহা, মোস্তফা রফিকুল ইসলাম, ফাহিম মাসরুর
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে ২০১৮-২০২০ মেয়াদের জন্য এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচন হয়। নতুন নির্বাচিতদের মধ্যে থেকেই বেসিসের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটভুটির পর সন্ধ্যায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল ফলাফল ঘোষণা করেন।
আলমাস কবীর নেতৃত্বাধীন ‘টিম হরাইজনের’ পাশাপাশি লুনা শামসুদ্দোহার নেতৃত্বে ‘প্যানেল উইন্ড অব চেইঞ্জ’, মোস্তাফা রফিকুল ইসলামের ডিউকের নেতৃত্বে প্যানেল ‘টিম বিজয়’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ৪৭৪ জন ভোটারের মধ্যে থেকে ভোট দিয়েছেন ৩৯৭ জন।
বর্তমান সভাপতি আলমাস কবীর সর্বোচ্চ ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ রহমান (১৭৮ ভোট), বিজনেস অটোমেশন লিমিটেডের ডিরেক্টর শোয়েব আহমেদ মাসুদ (১৮১ ভোট), জানালা বাংলাদেশ লিমিটেডের এমডি তানজিদ সিদ্দিক স্পন্দন (১৮০ ভোট), স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান (১৮৩ ভোট) এবং শুটিং স্টার লিমিটেডের এমডি দিদারুল আলম সানি (১৭৫ ভোট)।
নির্বাচিত অন্যরা হলেন- দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা (১৭৪ ভোট), ফ্লোরা টেলিকম লিমিটেডের মহাব্যবস্থাপক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক (১৬৬ ভোট) এবং আজকের ডিল ডটকম লিমিটেডের পরিচালক একেএম ফাহিম মাসরুর (৭৩)।
(বাম থেকে) সৈয়দ আলমাস কবীর, ফারহানা এ রহমান শোয়েব আহমেদ মাসুদ; তানজিদ সিদ্দিক স্পন্দন, মুশফিকুর রহমান, দিদারুল আলম সানি; লুনা শামসুদ্দোহা, মোস্তফা রফিকুল ইসলাম, ফাহিম মাসরুর (বাম থেকে) সৈয়দ আলমাস কবীর, ফারহানা এ রহমান শোয়েব আহমেদ মাসুদ; তানজিদ সিদ্দিক স্পন্দন, মুশফিকুর রহমান, দিদারুল আলম সানি; লুনা শামসুদ্দোহা, মোস্তফা রফিকুল ইসলাম, ফাহিম মাসরুর এদের মধ্যে ফাহিম মাসরুর সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বাকিরা সাধারণ সদস্য।
আগামী ২ এপ্রিল বেলা সাড়ে ৩টায় নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত পরিষদ সদস্যরা ২০১৮-২০২০ মেয়াদের জন্য সভাপতি, সহ-সভাপতি নির্বাচন করবেন।
কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন ঠেকানোর চেষ্টা হয়েছিল। সংগঠনের সদস্য মধুমতি টেকের স্বত্বাধিকারী রকিবুল মিনাসহ ১১ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের এক চিঠিতে ছয় মাসের জন্য নির্বাচন স্থগিত করার কথা জানানো হয়। পাশাপাশি বর্তমান কমিটিকে এই সময়ে দায়িত্বে থাকতে বলা হয়।
রকিবুল মিনার সঙ্গে এই তৎপরতায় যুক্ত অন্যদের মধ্যে টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল টি আহমেদ, বেস্ট বিজনেস বল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল, এফএম টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এম জি ফয়সাল, ঘাস ফুড লিমিটেডের চেয়ারম্যান আ ন ম হাবিবুল মোস্তাফা এবং বিভি ক্রিয়েটিভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আহমেদের নাম জানা গেছে।
চিঠিতে বেসিসের গঠনতন্ত্র সংশোধনের অনুলিপি যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) ও মন্ত্রণালয়ে জমা না দেওয়া এবং বেসিসের অফিসিয়াল লোগো পরিবর্তন না করার অভিযোগ আনা হয়েছিল বলে সংগঠনের সভাপতি সৈয়দ আলমাস কবীর জানিয়েছিলেন।
পরবর্তীতে ২৭ মার্চ নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে তারা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের দ্বারস্থ হন। দুই মন্ত্রীর আলোচনার মধ্যে দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে নির্বাচন নিয়ে জটিলতার অবসান হয়।
বেসিসের সভাপতি ছিলেন মোস্তাফা জব্বার। মন্ত্রী হওয়ার পর ১০ জানুয়ারি তিনি পদত্যাগ করলে পরদিন কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতির শূন্য পদে সৈয়দ আলমাস কবীরকে নির্বাচিত করা হয়।
নির্বাচনে তিন প্যানেল থেকে আটটি সাধারণ প্রার্থী পদে ২৬ জন এবং একটি সহযোগী প্রার্থী পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
More Link