আজ মাঠে নামছেন সাকিব-মোস্তাফিজ

ক্রিকেট
আজ মাঠে নামছেন সাকিব-মোস্তাফিজ
আইপিএলে আজ মাঠে নামছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে একই ম্যাচে নয়। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ খেলবেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। আর মোস্তাফিজের দল মুম্বাই ই্ডিয়ান্স খেলবেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আজ নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের এই দুই তারকা।

এ পর্যন্ত চারটি ম্যাচের তিনটিতেই জিতেছে হায়দরাবাদ। আছে লিগ র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব। দলের গুরুত্বপূর্ণ সদস্য এখন তিনি। তিন ম্যাচে শিকার করেছেন পাঁচটি উইকেট। সেরা বোলিং ২১ রানে ২ উইকেট।

তবে অবস্থা নাজুক মুম্বাইয়ের। চারটি ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা। তবে মোস্তাফিজ আছেন নিজ ছন্দে। চার ম্যাচে নিয়েছেন পাঁচটি উইকেট। সেরা ২৪ রানে ৩ উইকেট।



দেশে ৫০ লাখ আইপিএলে আড়াই কোটি আয় সাকিবের

জাতীয় দলের ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস কেন্দ্রীয় চুক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিতে ছিল ১৬ জন ক্রিকেটার। সদ্য প্রকাশিত নতুন চুক্তি অনুযায়ী দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার মাত্র ১০ জন। ক্রিকেটারদের আয়ের যে তালিকা দেয়া আছে সেখানে রয়েছে পাঁচটি ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি ‘এ প্লাস’ লিস্টের ক্রিকেটাররা প্রতি মাসে বেতন পান চার লাখ টাকা। অন্য দিকে ‘এ’ ক্যাটাগরির তালিকাভুক্তরা পেয়ে থাকেন তিন লাখ টাকা। বাকি তিন ক্যাটাগরির জন্য যথাক্রমে দুই, দেড় ও এক লাখ টাকা মাসিক বেতন।

চুক্তি অনুযায়ী সাকিব আল হাসান বছরে বেতন পান প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু আইপিএলে এক মাসের আসরে খেলেই পাচ্ছেন দুই কোটি রুপি। বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা, যা এক বছরের বেতনের চেয়ে চার গুণ বেশি।

আইপিএলে সাত বছরের সম্পর্ক ভেঙে কলকাতা ছেড়ে এবার খেলছেন হায়দরাবাদে খেলছেন সাকিব। অন্য দিকে কাটার মাস্টার মোস্তাফিজের অর্থের গুণিতকটা আরো বেশি। মাসিক দেড় লাখ হিসেবে বছরে বোর্ড থেকে পান ১৮ লাখ টাকা। কিন্তু আইপিএলের এবারের আসরে তিনি বিক্রি হয়েছেন দুই কোটি ২০ লাখ রুপিতে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়াচ্ছে দুই কোটি ৭০ লাখ টাকা। বোর্ডের বেতনের চেয়ে ১২ গুণ বেশি পাচ্ছেন এক মাস খেলেই।