ভালুকায় ভবনে বিস্ফোরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ময়মনসিংহের ভালুকায় ছয়তলা বিশিষ্ট একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার দিনগত রাত ১টার দিকে ভালুকার মাস্টারবাড়ি এলাকার আরএস টাওয়ারের তিন তলায় এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
নিহত তৌহিদ অপু (২৫) খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহতরা হলেন- একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান (২৫), দীপ্ত (২০) ও শাহীন (২৫)।
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত একটার দিকে ভবনটির তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের দুটি দেয়াল ভেঙে গেছে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে ছিন্নভিন্ন অবস্থায় অপুর লাশ উদ্ধার করে। বর্তমানে পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। তবে ভবনটিতে কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছিলেন কি না তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বাড়িটির মালিকের নাম আব্দুর রাজ্জাক ঢালী। তিনি ঢাকায় থাকেন। ৪২টি ইউনিটের ভবনটি গত দুই সপ্তাহ আগে উদ্বোধন করা হয়।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) প্রলয় কুমার জোয়ার্দার জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের (এসপি) সঙ্গে আমাদের কথা হয়েছে। ৮-১০ সদস্যের বোমা বোমা নিষ্ক্রিয়করণ দলকে ঘটনাস্থলে যেতে নির্দেশনা দেয়া হয়েছে। তারা ভালুকার উদ্দেশে রওনা হয়েছেন।
তিনি আরো জানান, গ্যাস সিলিন্ডার থেকেও বিস্ফোরণ হতে পারে। আবার জঙ্গি আস্তানাও হতে পারে। কোনো বিষয়ই উড়িয়ে দেয়া যাচ্ছে না।