ফুটবলে বিজয়ী মেয়েদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ ফুটবল টুর্নোমেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক হংকংকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।
চার দল নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় তিনটি ম্যাচই জিতল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলে হারিয়েছিল মেয়েরা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছেন, “হংকংয়ে অনুষ্ঠিত চার জাতির এই টুর্নামেন্টে হংকংকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ-১৫ মেয়েদের ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।”
জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।