এবার এইচএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ১২৭৭৭১
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৯২ হাজার ৭৩০জন, ছাত্রী ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে প্রশ্নপত্রের খাম খোলা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এবার সারা দেশে ৮ হাজার ৯৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৫৪১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন। বৃদ্ধির হার ১০.৭৯ শতাংশ। মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি। কেন্দ্র বেড়েছে ৪৪টি।
উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে, চলবে ১৩ মে পর্যন্ত।