ইসরায়েলি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গাজায় উত্তেজনা
গতকাল সোমবার পবিত্র জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে নিহত হন ৫৮ ফিলিস্তিনি। ছবি: রয়টার্স
গতকাল সোমবার পবিত্র জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে নিহত হন ৫৮ ফিলিস্তিনি। ছবি: রয়টার্স
ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় ৫৮ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার ফিলিস্তিনি সীমান্তে বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। নিহত ব্যক্তিদের জানাজাকে ঘিরে গাজায় উত্তেজনা বিরাজ করছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার পবিত্র জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে নিহত হন অন্তত ৫৮ ফিলিস্তিনি নাগরিক। নিহত ফিলিস্তিনিদের মধ্যে শিশুও রয়েছে।
ফিলিস্তিনিদের যে এলাকা থেকে জোরপূর্বক উৎখাত করা হয়েছিল, সেখানে প্রত্যাবর্তনে গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাসের নেতৃত্বে কয়েক সপ্তাহব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল ওই বিক্ষোভ চলছিল। ১৯৪৮ সালের ১৫ মে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ওই দিনকে স্মরণ করে প্রতিবছর নাকবা (মহাবিষাদ) দিবস পালন করে ফিলিস্তিনিরা। এ ছাড়া গতকাল ট্রাম্প প্রশাসন তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে আনে। ফিলিস্তিনিরা মনে করে, এই দূতাবাস খোলার অর্থ পুরো জেরুজালেমের নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলকে ওয়াশিংটনের স্বীকৃতি দেওয়া। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা।
বিক্ষোভে ইসরায়েলি বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ছবি: রয়টার্স
বিক্ষোভে ইসরায়েলি বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ছবি: রয়টার্স
ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘ বলছে, ‘ভয়ানক মানবাধিকার লঙ্ঘন’ হয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ২০১৪ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার পর সেখানে এত বেশি হতাহত হওয়ার ঘটনা আর ঘটেনি।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর সেনারা গাজার ক্ষমতায় থাকা কট্টরপন্থী সংগঠন হামাসের আক্রমণ ঠেকাতে আত্মরক্ষা করেছে।