দিবালার জোড়া গোলে ইউভেন্তুসের জয়

দিবালার জোড়া গোলে ইউভেন্তুসের জয়
  স্পোর্টস ডেস্ক
ছন্দে ফিরেছেন পাওলো দিবালা। সেরি আয় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের জোড়া গোলে উদিনেজেকে হারিয়েছে ইউভেন্তুস।
রোববার নিজেদের মাঠে ২-০ গোলে জেতা ম্যাচটিতে দুই অর্ধে একবার করে বল জালে জড়ান দিবালা।
দিবালার নৈপুণ্যে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। প্রায় ২২ গজ দূর থেকে চমৎকার ফ্রি-কিকে সামনের রক্ষণ প্রাচীরের উপর দিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্বদেশি স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা। চলতি লিগে এটা তার ১৭তম গোল।

লিগে টানা দুই ম্যাচে ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন দিবালা।

২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে ইউভেন্তুস। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে নাপোলি।