গেইলের পর আইপিএলে ওয়াটসন ঝড়!

ক্রিকেট
গেইলের পর আইপিএলে ওয়াটসন ঝড়!
বুড়ো হাড়ে একাদশ আইপিএলে ভেলকি দেখাচ্ছেন শেন ওয়াটসন। চেন্নাই সুপার কিংসের হয়ে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫১ বলে সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডারটি। গত বছর ভালো পারফর্ম করতে না পারায় তাকে ছেড়ে দিয়েছিল আরসিবি। চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিন্তু ওয়াটসনকে দলে নিতে দেরি করেননি। এবং সেই সঙ্গে অজি ক্রিকেটারকে ওপেন করতে পাঠানোর মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও নেন মাহি। যা নিঃসন্দেহে চেন্নাই সুপার কিংসের ব্যাটিংকে বাড়তি শক্তি জোগাচ্ছে। ম্যাচে সুপার কিংস জেতে ৬৪ রানে

বৃহস্পতিবার বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে সানরাইজার্সের বিরুদ্ধে ৬৩ বলে ১০৪ রানে ইনিংস উপহার দিয়েছিলেন ক্রিস গেইল৷ ইউনিভার্সাল বসের সেই ইনিংসের ২৪ ঘন্টার মধ্যেই এগোরোর আইপিএলে দ্বিতীয় ও নিজের প্রথম শতরান হাঁকিয়ে ফেলেলেন শেন ওয়াটসন৷ আইপিএল কেরিয়ারে এটি ওয়াটসনের তৃতীয় সেঞ্চুরি৷

এদিন প্রাক্তন অজি ওপেনার ওয়াটসেনর শতরান এসেছে মাত্র ৫১ বলে৷ ইনিংসের শেষ ওভারে যখন তিনি মাঠ ছাড়লেন স্কোরবোর্ডে নামের পাশে লেখা ৫৭ বলে ১০৬ রান৷ ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ইনিংস সাজান ওয়াটসন৷ এটাই আইপিএলে ওয়াটসনের সর্বোচ্চ স্কোর৷ এর আগের ২০১৫ সালে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ডানহাতি মারকুটে ব্যাটসম্যান৷

অম্বাতি রায়াডুর সঙ্গে ওপেন করতে নেমে ওয়াটসন ৫০ রান যোগ করেন। রায়াডু ১২ রানে আউট হওয়ার পর দলের হাল ধরেন ওয়াটসন। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার সঙ্গে জুটি বেঁধে যোগ করেন ৮১ রান। রায়না ২৯ বলে ৪৬ রান করেন। তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৫) ব্যাটে হাতে জ্বলে উঠতে পারেননি। স্যাম বিলিংস তিন রানে আউট হন। পঞ্চম উইকেটে ৪১ রান যোগ করেন ওয়াটসন-ব্র্যাভো জুটি। তবে শেষ তিন ওভারে চেন্নাইয়ের গতিতে লাগাম টানতে সাফল হয় রাজস্থান রয়্যালস। ওয়াটসন ৫৭ বলে ১০৬ রানে আউট হন। তার ইনিংসে রয়েছে ৯টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। ১৬ বলে ২৪ রানে অপরাজিত থাকেন ডোয়েন ব্র্যাভো। চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে তোলে ২০৪ রান।