জেরুজালেমে মার্কিন দূতাবাস: সংঘর্ষে নিহত ৩৭ ফিলিস্তিনি

জেরুজালেমে মার্কিন দূতাবাস: সংঘর্ষে নিহত ৩৭ ফিলিস্তিনি
জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা-ইসরায়েল সীমান্তে তীব্র বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

সোমবার দূতাবাস উদ্বোধনের দিন ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত ও এক হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। 

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনের আওতায় গাজার শাসনক্ষমতায় থাকা হামাস ছয় সপ্তাহ ধরে সীমান্তে বিক্ষোভ করছে। বিক্ষোভে ৩৫ হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছে। সীমান্তের বেষ্টনি ভাঙার চেষ্টা করছে তারা। 

বিবিসি বলছে, স্থানীয় সময় সোমবার বিকেলে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করার কথা। দূতাবাস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে ইসরায়েল পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জারেড কুশনার। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিফেন মিউচিন ও উপ-পরাষ্ট্রমন্ত্রী জন সুলিভান উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সম্প্রতি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে আনার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রশংসা করলেও ফিলিস্তিনিরা বিরোধীতা করে আসছে।