গোল কোস্টে ৫০ মিটার পিস্তলে শাকিলের রুপা
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেও পদক জিততে পারেননি। ৫০ মিটার পিস্তলে রুপা জিতে সে হতাশা কাটালেন শাকিল আহমেদ।
বেলমন্ট শুটিং সেন্টারে বুধবার ২২০ দশমিক ৫ স্কোর গড়ে রুপা জেতেন শাকিল। ২২৭ দশমিক ২ স্কোর গড়ে সোনা জিতেছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিপাকোলি।
ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে ওঠা শাকিল ষষ্ঠ হয়েছিলেন। কোয়ালিফিকেশন রাউন্ডে অষ্টম হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ২২ বছর বয়সী এই শুটার।
বিস্তারিত আসছে