ময়মনসিংহকে ১২তম সিটি কর্পোরেশন ঘোষণা

ময়মনসিংহকে ১২তম সিটি কর্পোরেশন ঘোষণা
প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর বৈঠকে ময়মনসিংহ পৌরসভাকে দেশের ১২তম সিটি কর্পোরেশন করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ঘোষণা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে পৌরবাসী ও আওয়ামী লীগ।

সোমবার বিকেলে নিকারের বৈঠকে দেশের নবগঠিত অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব অনুমোদিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে টাউনহল থেকে একটি বণার্ঢ্য আনন্দ মিছিল বের করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দিতে দিতে ঢাক-ঢোল পিটিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরআগে মহানগর আওয়ামী লীগ শহরের শিববাড়ী রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে। মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের নেতৃত্বে মিছিলটি গাঙ্গিনারপাড় ট্রাফিকমোড়ে এসে সংক্ষিপ্ত সমাবশ ও জনতার মাঝে মিষ্টি বিতরণ করে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগ আহবায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শাহরিয়ার মো: রাহাত খান, রেজাউল হাসান বাবু, মহানগর যুবলীগের রাসেল খান পাঠান প্রমুখ। এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ অক্টোবর বৃহত্তর ময়মনসিংহের জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা করে ময়মনসিংহ বিভাগ। এরপর সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ময়মনসিংহ পৌরসভাকে ‘সিটি করপোরেশন’ করার প্রস্তাবে অনুমোদিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ময়মনসিংহ পৌরসভার সাথে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া সম্পূর্ণ এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চর নিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকা অন্তর্ভুক্ত করে ময়মনসিংহ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়। বর্তমানে ২১ দশমিক ৭৩ বর্গ কিলোমিটার আয়তনের ময়মনসিংহ পৌরসভার সাথে শহরের বর্ধিত ৬৯ দশমিক ৫৭৬ বর্গ কিলোমিটার অর্ন্তভূক্ত করায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন দাঁড়িয়েছে ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব হবে প্রতি বর্গ কিলোমিটারে ৫ হাজার ১৬৭ জন। সিটি করপোরেশন গঠিত হলে জনসংখ্যা হবে ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।