কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত
ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ৬৭জন যাত্রী নিয়ে বিমানটি নেপালের উদ্দেশে ছেড়ে যায়। হতাহতের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
আজ সোমবার দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে।
দ্য হিমালিয়ান টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার দুপুরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটিতে আগুন ধরে যায়।