নেইমারকে রাজসিক জয় উপহার দিলেন ডি মারিয়া

নেইমারকে রাজসিক জয় উপহার দিলেন ডি মারিয়া


বৃহস্পতিবার রাতে খেলা শুরুর ঘণ্টাখানেক আগেই খবর আসে, নেইমারের পায়ে অস্ত্রপচারের বিকল্প নেই। সেই দুঃসংবাদ ক্লাবের বন্ধুদের কান পর্যন্ত গেছে কিনা জানা যায়নি। তবে বন্ধুর এমন সময়ে একটা ভালো জয়-ই হতে পারে সেরা উপহার। সেটা জানতেন ডি মারিয়ারা। সে জন্যেই হয়তো নেইমারকে জয়-ই উপহার দেন তাঁরা। ম্যাচে নেইমারের অভাব বুঝতেই দেননি তাঁরা। ডি মারিয়া একাই করেছেন দুই গোল। আর্জেন্টাইন তারকার জোড়া গোলেই মার্শেইয়ের বিপক্ষে ফ্রান্স কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলের জয় পেয়েছে পিএসজি।

পার্স ডেস প্রিন্সেস স্টেডিয়ামে পাত্তাই পায়নি মার্শেই। বল দখলের চিত্রই তা অনেকটা বলে দেয়। ম্যাচের ৬৬ ভাগ সময়েই বল পিএসজির খেলোয়াড়দের দখলে ছিল। মার্শেই গোলমুখে শট নিয়েছে মাত্র ৮টা। এই ৮টার প্রায় সবগুলোই ছিল পথা হারানো, দিশেহারা। যেখানে পিএসজির ১৭টা শটের বেশির ভাগই ছিল নির্দিষ্ট লক্ষ্যে।
প্রথমার্ধেই পিএসজি ভক্তদের উল্লাসের উপলক্ষ তৈরি করে দেন নেইমারের জায়গায় খেলতে নামা ডি মারিয়া।
মারিয়ার প্রথম গোল অবশ্য খানিকটা আগেও হতে পারতো। মার্শেই গোলরক্ষক স্টিভ মানদানার দুর্দান্ত দক্ষতায় সেটা হয়নি। ভাগ্যদেবী ডি মারিয়ার পক্ষেই ছিল। তাই-ই দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮তম মিনিটেই ২য় গোলের দেখা পান রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। এরপর বেশ কয়েকবার মার্শেইয়ের রক্ষণভাগ ভেদ করে মারিয়া-কাভানি জুটি। ৮১তম মিনিটে পিএসজির গোল সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩-এ। এবার গোলদাতা এডিনসন কাভানি।

কাভানির গোলের পর ফ্রান্স কাপ ফুটবলের সেমি ফাইনাল নিশ্চিত করে পিএসজি। আর দুই ম্যাচ জিততে পারলেই তো ফ্রান্স কাপ ফুটবলের চতুর্থ শিরোপা পিসএজির শো-কেসে উঠবে।
মজার বিষয় হচ্ছে এই মার্শেইয়ের বিপক্ষেই দিন কয়েক আগে বাজেভাবে চোট পান নেইমার। যেই চোট তাঁর বিশ্বকাপে থাকা নিয়েও তৈরি করেছে আশঙ্কা। কাকতালিয়ভাবে ওই ম্যাচও পিএসজি ৩-০ ব্যবধানে জিতেছিল। খারাপ খবর ছিল শুধু নেইমারের চোট। এই ম্যাচ জিতে কী সেই প্রতিশোধটাই নিল উনাই এমেরির শিষ্যরা! সূত্র: এএফপি