একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের সম্মাননা

একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের সম্মাননা
১৯৭৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত একুশে পদকপ্রাপ্ত ২১ জন পরিচালককে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) লক্ষণ চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক বদিউল আলম খোকন।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, “মানুষকে সম্মান দেওয়া শিখছি আমরা। বিষয়টি আমার খুব ভালো লাগছে। আমরা প্রশংসা করতে একটু কার্পণ্য বোধ করি। কিন্তু ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া দরকার। সব সময় পিঠ চাপড়ানো দরকার।”

মুশফিকুর রহমান গুলজার বলেন, “একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের আমরা বিনীতভাবে স্মরণ করছি। তাদের মধ্যে অনেকে আজ বেঁচে আছেন। অনেকে আবার পৃথিবী থেকে চলে গেছেন। তারা শুধু চলচ্চিত্র পরিচালনায় করেননি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের জন্যও কাজ করেছেন।”

  একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের মধ্যে জহির রায়হানের পক্ষে তার স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা, ওবায়েদ উল হকের পক্ষে তার কনিষ্ঠ ছেলে সাজ্জাদ বারী,  সৈয়দ শামসুল হকের পক্ষে তার ছেলে দ্বিতীয় শামসুল হক, আমজাদ হোসেন অসুস্থ থাকার কারণে তার পক্ষে তার মেয়ে শায়লা শারমিন, হুমায়ূন আহমেদের পক্ষে তার স্ত্রী মেহের আফরোজ শাওন,  আলি মনসুরের পক্ষে তার ভাই আলি কাওসার, সুভাষ দত্তের পক্ষে তার নাতি বেদান্ত মজুমদার, আব্দুল্লাহ আল মামুনের পক্ষে তার মেয়ে দিবা নার্গিস, আব্দুল জব্বার খানের পক্ষে তার তৃতীয় পুত্র নওশের হায়াত খান, গাজী মাজহারুল আনোয়ার, খান আতাউর রহমানের পক্ষে তার মেয়ে রুমানা ইসলাম, চাষী নজরুর ইসলামের পক্ষে তার স্ত্রী জোৎস্না কাজী, তারেক মাসুদের পক্ষে তার ভাই তৈয়ব মাসুদ, পরিচালক তানভীর মোকাম্মেলের পক্ষে তার সহকারী রানা মাসুদ, ড. অরূপ রতন চৌধুরী ও ইলিয়াস কাঞ্চনের হাতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন তথ্যমন্ত্রী।
ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এটিএম শামসুজ্জামান, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সৈয়দ হাসান ইমাম।

এছাড়া মরহুম কলিম শরাফী, সাদেক খানের পদকটি নেওয়ার জন্য কেউ উপস্থিত না হওয়ায় সেটি পরিচালক সমিতিতে সংরক্ষিত থাকবে বলে জানানো হয়।