অ্যাথলেটিকো বিলবাওকে উড়িয়ে দিল বার্সা
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনাকে দারুণ জয় এনে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডে আর পাকো আলকাসেরের গোলে অতিথিদের ২-০ ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিকরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করল বার্সেলোনা।
ন্যু ক্যাম্পে এদিন বার্সার গোলের শুরুটাও এসেছিল মেসির পা ঘুরেই। এই ফরোয়ার্ডের বাড়িয়ে দেওয়া বল ডি-বক্সে ঠেলে দেন জর্দি আলবা। আর সেখান থেকেই ম্যাচের অষ্টম মিনিটে দলকে এগিয়ে দেন পাকো।
তবে ম্যাচে বিলবাওয়ের গোলরক্ষককে পরাজিত করতে পারলে ব্রাজিলিয়ান ফিলিপ কুতিনহোর দুঃখ বাড়িয়েছে গোলপোস্টটা। ১৪তম মিনিটে এই মিডফিল্ডারের বলটা বাধা পায় পোস্টে লেগেই।
প্রতিপক্ষকে দারুণ চাপে রেখে বার্সা দ্বিতীয় গোলের দেখা পায় প্রথমার্ধেই। উসমানে দেম্বেলের পাস থেকে নিচু শটে ডি-বক্সের বাইরে থেকে গোল করেন অধিনায়ক মেসি। সব মিলিয়ে এই লা-লিগায় মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৫-এ।
কুতিনহো ৩৫তম মিনিটে আবার গোল বঞ্চিত হন। এবারও বলটা লাগে ক্রসবারেই। পাউলিনহোর শটও আটকেছে ওই গোলপোস্টেই। ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।
লা লিগার এবারের আসরে নিজেদের ২৩তম জয়ের দেখা পেল বার্সেলোনা। ৭৫ পয়েন্ট নিয়ে লিগের সেরা কাতালান ক্লাবটিই।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনাকে দারুণ জয় এনে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডে আর পাকো আলকাসেরের গোলে অতিথিদের ২-০ ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিকরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করল বার্সেলোনা।
ন্যু ক্যাম্পে এদিন বার্সার গোলের শুরুটাও এসেছিল মেসির পা ঘুরেই। এই ফরোয়ার্ডের বাড়িয়ে দেওয়া বল ডি-বক্সে ঠেলে দেন জর্দি আলবা। আর সেখান থেকেই ম্যাচের অষ্টম মিনিটে দলকে এগিয়ে দেন পাকো।
তবে ম্যাচে বিলবাওয়ের গোলরক্ষককে পরাজিত করতে পারলে ব্রাজিলিয়ান ফিলিপ কুতিনহোর দুঃখ বাড়িয়েছে গোলপোস্টটা। ১৪তম মিনিটে এই মিডফিল্ডারের বলটা বাধা পায় পোস্টে লেগেই।
প্রতিপক্ষকে দারুণ চাপে রেখে বার্সা দ্বিতীয় গোলের দেখা পায় প্রথমার্ধেই। উসমানে দেম্বেলের পাস থেকে নিচু শটে ডি-বক্সের বাইরে থেকে গোল করেন অধিনায়ক মেসি। সব মিলিয়ে এই লা-লিগায় মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৫-এ।
কুতিনহো ৩৫তম মিনিটে আবার গোল বঞ্চিত হন। এবারও বলটা লাগে ক্রসবারেই। পাউলিনহোর শটও আটকেছে ওই গোলপোস্টেই। ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।
লা লিগার এবারের আসরে নিজেদের ২৩তম জয়ের দেখা পেল বার্সেলোনা। ৭৫ পয়েন্ট নিয়ে লিগের সেরা কাতালান ক্লাবটিই।