ফিলিপাইনে বাড়ির উপরে প্লেন বিধ্বস্ত, নিহত ১০

ফিলিপাইনে বাড়ির উপরে প্লেন বিধ্বস্ত, নিহত ১০
ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের তৎপরতা
ফিলিপাইনে উড্ডয়নের সময় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে একটি বাড়ির উপর আছড়ে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। শনিবার দেশটির প্লারিডেল শহরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্লারিডেল শহরের পুলিশ সুপার জুলিও লিজারর্দো বলেন, দুই ইঞ্জিনের ছোট ওই প্লেনটি উড্ডয়নের পরপরই একটি বাড়ির উপরে আছড়ে পড়ে। এতে প্লেনে থাকা ৫ যাত্রী, ওই বাড়িতে অবস্থান করা তিন শিশু এবং তাদের মা ও দাদি ঘটনাস্থলেই মারা যান। 


তিনি আরও বলেন, উদ্ধার কর্মীরা সেখানে অভিযান অব্যাহত রেখেছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। 

স্থানীয় এক চার্টার কোম্পানি পরিচালিত পিএ-২৩ অ্যাপাচি বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়ে সে ব্যপারে এখন পর্যন্ত কিছু জানায়নি কর্তৃপক্ষ। সূত্র: খালিজ টাইম ও গালফ নিউজ।