টি-টোয়েন্টি দলে সাকিব

টি-টোয়েন্টি দলে সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে সেমি-ফাইনালে পরিণত হওয়া ম্যাচের দলে ফিরেছেন চোট কাটিয়ে সুস্থ হওয়া সাকিব আল হাসান। বৃহস্পতিবারই দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সাকিবকে দলে নেওয়ার কথা জানায়।

শুক্রবার শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

এর আগে দলকে অনুপ্রাণিত করতে টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কা গিয়েছিলেন সাকিব। এরপর চোট পাওয়া আঙুলের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে কলম্বো থেকে যান অস্ট্রেলিয়ায়।