থানার বাইরে স্বজনদের আহাজারি
ভেনেজুয়েলায় থানা হাজতে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে নিহত ৬৮
ভেনেজুয়েলার কারাবোবো প্রদেশের ভেলেনসিয়া শহরের একটি থানা হাজতে দাঙ্গা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
চিফ স্টেট প্রসিকিউটর তারেক সাব জানিয়েছেন, থানা হাজতে আসলে কি ঘটেছে সে বিষয়ে খুব দ্রুত তদন্ত শুরু হবে।
খবরে প্রকাশ, বুধবার জেল থেকে পালানোর জন্য বন্দীরা নিজেদের সঙ্গে থাকা জিনিসে আগুন লাগায়। সে সময় বন্দীদের আত্মীয়-স্বজনরা তাদের বের করে নেয়ার জন্য কারাগারে ভিড় জমায়। পুলিশ তাদের প্রতিহত করতে টিয়ার গ্যাস ছোঁড়ে।
ধারণা করা হচ্ছে, নিহতের অনেকেই আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে। এমনকি কয়েদিদের দেখতে আসা নারী ও শিশু কিছু আত্মীয়স্বজনও এ ঘটনায় মারা গেছে।
সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
গত এক দশকে ভেনেজুয়েলার কারাগারে বেশক’টি বড় দাঙ্গা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে মানবাধিকার বিষয়ক এনজিওগুলো বলছে, দক্ষিণ আমেরিকান এ দেশটির কারাগারে অতিরিক্ত কয়েদি রাখা ও অমানবিক অবস্থার কারণে এমনটা ঘটছে।