খেপেছেন ট্রাম্প, চটেছেন পুতিন
বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স সাইট অ্যামাজনের ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যামাজনের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ, এমনটাই অভিযোগ ট্রাম্পের।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, অ্যামাজন যুক্তরাষ্ট্রের ডাক ব্যবস্থাকে সস্তায় ব্যবহার করছে। প্রত্যেক প্যাকেজের জন্য ডাকবিভাগ কম খরচ রাখছে, যা এক ডলার ৫০ সেন্ট। এতে শত শত কোটি ডলার লাভবান হচ্ছে প্রতিষ্ঠানটি। যদি ডাক বিভাগ পার্সেল খরচ বাড়িয়ে দেয়, তবে অ্যামাজনের শিপিং খরচ বাড়বে ২৬০ কোটি ডলার। ডাক বিভাগের এ কেলেঙ্কারি অবশ্যই বন্ধ করা উচিত। আমাজনের প্রকৃত খরচ অবশ্যই পরিশোধ করতে হবে।
অন্যদিকে রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ দ্রুত সরবরাহ করতে চায় তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এমন প্রস্তাবে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে গিয়ে আঙ্কারায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এক যৌথ সংবাদ সম্মেলনে এবিষয়ে একমত পোষণ করেন পুতিন ও এরদোগান।পুতিন বলেন, 'তুরস্কের কাছে রাশিয়ার উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন এই ব্যবস্থা হস্তান্তরের কাজ আরও দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।'
আন্তর্জাতিক নিরাপত্তা শীর্ষক মস্কো সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে পাঠানো এক বিবৃতিতে পুতিন বলেছেন, আইএস সিরিয়ায় সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। আইএসএর সামরিক পরাজয় ঘটলেও সন্ত্রাসী গোষ্ঠীটি ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানোর মতো এখনো যথেষ্ট ক্ষমতা রাখে। তারা কৌশল পরিবর্তন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং দেশে হামলা চালাতে পারে। অন্যান্য উগ্র গোষ্ঠীও বিশ্বের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে চলছে।
পুতিন বলেন, গোটা বিশ্বে সন্ত্রাসবাদ নির্মূলে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শক্তি খর্ব করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অর্জন থেকে লাভবান হওয়ার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি প্রতিরোধ করার লক্ষ্যে বহুপাক্ষিক সযোগিতা কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার।