আফগানিস্তান সিরিজে দুই ইস্যুতে সিদ্ধান্তহীনতায় বিসিবি

আফগানিস্তান সিরিজে দুই ইস্যুতে সিদ্ধান্তহীনতায় বিসিবি
আগামী জুনে ভারতে আফগানিস্তানের সাথে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এ সিরিজ কোন ফরম্যাটে আয়োজন করা হবে তা নিয়ে দ্বিমত দেখা দিয়েছে। প্রস্তাবিত সিরিজটি বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে চাইলেও আফগানিস্তানের চাওয়া এ ক্ষেত্রে ওয়ানডে ফরম্যাট।

এ নিয়ে সোমবার বিসিবি’র ক্রিকেট পরিচালক আকরাম খান গণমাধ্যমকে বলেন, এই সিরিজ আসলে কোন সংস্করণে হবে সেটা নিয়ে দ্বিধা এখনো কাটেনি। আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে কিন্তু, বিসিবি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি আফগানদের বিপক্ষে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি খেলবে।


আফগানিস্তাস বিপক্ষে সিরিজটি ভারতে খেলার কথা থাকলেও এখনো নিশ্চিত নয় এর ভেন্যু।আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে উত্তর ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে।এ ক্ষেত্রে বিসিবি’র পছন্দের তালিকায় আছে কলকাতা আর বেঙ্গালুরু।

তিন ম্যাচের এই সিরিজের সূচি এখনো নিদিষ্ট হয়নি। আশা করা হচ্ছে আগামী ক’দিনের মধ্যে দিন-তারিখও ঘোষণা হয়ে যাবে।