রাম মন্দির ভারতের মুসলমানরা ভাঙেনি : ভগবত

উপমহাদেশ
রাম মন্দির ভারতের মুসলমানরা ভাঙেনি : ভগবত
‘অযোধ্যার রাম মন্দির ভারতের মুসলমানরা ভাঙেনি। ভারতীয়রা এমন কাজ করতে পারে না।  ভারতীয়দের মনোবল ভাঙার জন্য বিদেশিরা ওই রাম মন্দির ভেঙেছিল।’ ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত  এই মন্তব্য করেছেন।  ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মন্দির বিতর্ক দূরে রাখার ইঙ্গিত মনে করা হচ্ছে তার এই মন্তব্যকে। 

মোহন ভগবত বলেন, ‘রাম মন্দির ভাঙার পর দীর্ঘ সময় কেটে গিয়েছে।  ভারত আজ স্বাধীন।  রাম মন্দির পুনর্নির্মাণের অধিকার রয়েছে আমাদের।  রাম মন্দির শুধু মন্দির নয়, ভারতীয়দের আত্মপরিচয়ের প্রতীক।’

ভগবত বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির তৈরি না হলে ভারতীয় সংস্কৃতির শেকড় কাটা পড়বে।’

আরএসএসের প্রধান বলেন, ‘রাম মন্দির যে অযোধ্যায় তার পুরোনো ভূমিতেই তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই।’ তিনি ভারতজুড়ে সাম্প্রদায়িক অশান্তির জন্য বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন।

দেশটির উত্তর প্রদেশের এলাকা অযোধ্যায় রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে বহু বছর ধরে তর্ক চলছে।  এ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাও হয়।  ১৯৯২ সালে এরই পরিপ্রেক্ষিতে ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ।  মন্দির ও মসজিদ নিয়ে ওই তর্ক হাইকোর্ট পর্যন্ত গড়ায়।