বেনজেমার পাশেই থাকছেন জিদান

বেনজেমার পাশেই থাকছেন জিদান
চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না করিম বেনজেমার। তবে তার প্রতি আস্থার কমতি নেই জিনেদিন জিদানের। রিয়াল মাদ্রিদের কোচের বিশ্বাস, খারাপ সময় পিছনে ফেলে দ্রুত ছন্দে ফিরবেন ফরাসি এই স্ট্রাইকার।

চলতি লা লিগায় বেনজেমার গোল এখন পর্যন্ত মাত্র ৫টি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯টি। রোববার রাতে মালাগার মাঠে রিয়ালের ২-১ ব্যবধানের জয়ের ম্যাচেও প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হন আক্রমণভাগের এই খেলোয়াড়।

বেনজেমার প্রতি আস্থা রেখে জিদান বলেন, "করিম কখনোই হাল ছাড়বে না। অবশ্যই সে গোল করতে ভালোবাসে এবং তার সুযোগও সে পেয়েছিল।"

"তার কেবল গোলেরই অভাব। সে চেষ্টা চালিয়ে যাবে। গোলের বিচারে বছরটা তার জন্য কঠিনই কাটছে।"
ট্যাগ :
জিদানস্প্যানিশ ফুটবলরিয়াল মাদ্রিদবেনজেমা