১০ জনের আতলেতিকোকে হারাতে পারল না আর্সেনাল
প্রায় পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে নিজেদের মাঠে জিততে পারেনি আর্সেনাল। ১-১ গোলের ড্রয়ে প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে ওঠা নিয়ে শঙ্কায় পড়েছে আর্সেন ভেঙ্গারের দল।
মূল্যবান অ্যাওয়ে গোল নিয়ে ফেরায় নিজেদের মাঠে গোলশূন্য ড্র করলেও ফাইনালে উঠবে স্পেনের দল আতলেতিকো।
এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালের দশম মিনিটে বড় ধাক্কা খায় আতলেতিকো মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আতলেতিকোর ক্রোয়েশিয়ান ডিফেন্ডার শিমে ভারসালকো। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ডাগআউট ছাড়তে হয় দলটির কোচ দিয়েগো সিমেওনেকেও।
১৯তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় আর্সেনালের। ড্যানি ওয়েলব্যাকের বাড়ানো বলে মিডফিল্ডার জ্যাক উইলশায়ারের নেওয়া হেড সোজা গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। প্রথমার্ধের বাকিটা সময় বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা আর্সেনালকে আটকে রাখতে পারে আতলেতিকোর ডিফেন্স।
৬১তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় আর্সেনালের। বাঁ দিক থেকে উইলশায়ারের বাড়ানো ক্রসে লাকাজেতের নেওয়া হেড ঠিকানা খুঁজে পায়। ছয় মিনিট পর লাকাজেতের বাড়ানো বলে ওয়েলব্যাক টোকা দিতে ব্যর্থ হওয়ায় ব্যবধান দ্বিগুণ হয়নি।
পিছিয়ে পড়া আতলেতিকো ৮২তম মিনিটে সমতায় ফেরে অঁতোয়ান গ্রিজমানের গোলে। লরাঁ কোসিয়েনলির ভুলের সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। শেষ মুহূর্তে জার্মান ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি চেষ্টা করেছিলেন কিন্তু গ্রিজমানের শট ফেরাতে পারেননি।
আগামী বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে আতলেতিকোর মাঠে মুখোমুখি হবে দুই দল।
একই রাতে অস্ট্রিয়ার জাইল্টসবুকের মাঠে ফিরতি লেগে খেলতে নামবে প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জেতা ফ্রান্সের অলিম্পিক মার্শেই।
ট্যাগ :
ইউরোপা লিগগ্রিজমানআতলেতিকো মাদ্রিদআর্সেনাল