দুশোজন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, ভয়াবহ দুর্ঘটনা আলজেরিয়ায়
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, বিমানবন্দর থেকে ওড়ার পর পরই ভেঙে পড়ে বিমানটি।
আলজেরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুশোজন যাত্রী সমেত ভেঙে পড়ল একটি সামরিক বিমান। বিমানে থাকা সব যাত্রীই দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলজেরিয়ার রাজধানী শহর আলজিয়ার্সের বউফারিক মিলিটারি এয়ারপোর্টে এ দিন সকালে এই বিমানটি ভেঙে পড়ে। এটি সেদেশের বায়ুসেনার সবথেকে বড় বিমানঘাঁটি। যে কয়েকটি ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে, তাতে দুর্ঘটনাস্থলে পড়ে থাকা বিমানের ধ্বংসস্তূপ থেকে ঘন কালো ধোঁয়ায় উঠে আসতে দেখা গিয়েছে।
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, বিমানবন্দর থেকে ওড়ার পর পরই ভেঙে পড়ে বিমানটি। যদিও, দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বউফারিক বিমান ঘাঁটি থেকে বিমানটি দক্ষিণ-পশ্চিম আলজেরিয়ার শহর বেছারে যাচ্ছিল। চার বছর আগেও আলজেরিয়ায় একটি সামরিক বিমান ভেঙে পড়ে ৭৭ জনের মৃত্যু হয়েছিল।