প্রযোজক হচ্ছেন দীপিকা!
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং প্রিয়াংকা চোপড়ার মতো দীপিকা পাড়ুকোনও ছবি প্রযোজনা করতে যাচ্ছেন।শিগগীরই এই বলিউড নায়িকাকে দেখা যাবে একটি নতুন ছবির প্রযোজক হিসেবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীপিকা নিজস্ব প্রযোজনা সংস্থা খোলার চিন্তা করছেন। সেখান থেকে সুন্দর কাহিনী নির্ভর ছবি তৈরির ব্যাপারে নিজের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
দীপিকার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি অবশ্য অনেকদিন ধরেই প্রযোজক হওয়ার চিন্তা-ভাবনা করছিলেন। ২০১৫ সালে এক অনুষ্ঠানে দীপিকা এ বিষয়ে তার ইচ্ছের কথাও জানিয়েছিলেন। সেখানে তিনি ভবিষ্যতে একটা প্রযোজনা সংস্থা করার কথা বলেছিলেন। সেই পথেই এগুচ্ছেন এখন তিনি। যদিও দীপিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেননি তবে গুঞ্জন রয়েছে, বলিউডের এই জনপ্রিয় তারকা নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার জন্যই এখন বেশিরভাগ সময় ব্যয় করছেন।
দীপিকাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালির 'পদ্মাবত' ছবিতে। এরপর তার বিশাল ভারদ্বাজ পরিচালিত 'স্বপ্না দিদি' ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন ইরফান খান। কিন্তু ইরফান খান অসুস্থ থাকায় বর্তমানে ছবিটির শুটিংয়ের তারিখ পেছানো হয়েছে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া