ক্রিকেট
অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা ভালো করছেন
বেশ কিছু দিন যাবত বাংলাদেশ ক্রিকেটে পাইপলাইনে শূন্যতা বিরাজ করছিল। তবে এবার বোধ হয় সে শূন্য কাটছে। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথমবার খেলে আলাদা করে নজর কেড়েছেন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। পেসার রবিউল হক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন তাদের অন্যতম। সিনিয়রদের ভিড়ে শীর্ষ পারফরম্যাদের তালিকায় উঠে আসাটা ছিলো বেশ কঠিন। পুরো ধারাবাহিকতা ধরে রাখতে পারাটাও ছিলো চ্যালেঞ্জিং। তবে তৃপ্ত না হয়ে বড় পরিসরে সুযোগ পেলে মেলে ধরতে চান নিজেদের। সে ক্ষেত্রে ফিটনেসে বেশি মনোযোগী অঙ্কন ও রবিউল।
মাহিদুল ইসলাম অঙ্কন। উইকেট কিপার ব্যাটসম্যান। প্রিমিয়ার লিগে খেলেছেন সবচেয়ে কম বাজেটের দল খেলাঘরে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভালো করতে পারেননি। হতাশা নিয়েই শুরু করেছিলেন ডিপিএল। তারপরের গল্পটা ভিন্ন। অঙ্কন নামটা চেনাতে পেরেছেন খুব দ্রুত। প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ খেলে করেছেন ৬০৯ রান। উইকেট রক্ষকদের মধ্যে যা সর্বোচ্চ। কিপিংটাও করেছেন দুর্দান্ত। নামের পাশে ২৮ ডিসমিসাল। অঙ্কন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। শুরু থেকেই ছিলো নিজেকে চেনানোর সংকল্প। যুব দলে অঙ্কনের সতীর্থ রবিউল হক। শেখ জামালের পেসার।
নজর কেড়েছেন সবার। নিয়েছেন ২৭ উইকেট। কিছুটা অবাক রবিউল। তবে আস্থা ছিলো নিজের ওপর। অঙ্কন ও রবিউল দুজনই তৃপ্তির ঢেকুর তুলতে চাননা এখনি। মনে করেন, সবে মাত্র শুরু। শেখার আছে অনেক। জানার আছে অনেক। তবে স্বপ্ন দেখেন। বড় পরিসরে সুযোগ পেলে হাতছাড়া করতে চাননা। ব্যাটিংয়ের চেয়ে উইকেট কিপিংটাই বেশি উপভোগ করেন অঙ্কন।