বলিউডে নেই যে কারণে
বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া বর্তমানে হলিউডেই ব্যস্ত। ‘কোয়ান্টিকো’ সিরিজের শুটিংয়ে এখন তিনি অবস্থান করছেন আয়ারল্যান্ডে। মাঝে-মধ্যে মুম্বই আসেন, ভক্তরা উৎসুক হয়ে ওঠেন, এবার হয়তো নতুন হিন্দি ছবিতে কাজ করবেন তিনি। কিন্তু তা আর হয় না। এর কারণটা নিজেই জানালেন। বললেন অভিনয় উপযোগী কোনো চিত্রনাট্য পাচ্ছেন না বলে নতুন হিন্দি ছবিতে তার কাজ করা হচ্ছে না।
প্রিয়াংকাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে প্রকাশ ঝার ‘জয় গঙ্গাজল’ ছবিতে। তারপর থেকে আর বলিউডে নেই তিনি। অবশ্য এমন নয় যে তিনি কাজই করছেন না। তার মার্কিন টেলিভিশন সিরিয়াল ‘কোয়ান্টিকো’ ভারতসহ ৬৪টি দেশে দেখানো হচ্ছে, এ বছরই প্রযোজনা করছেন ৭টি ছবি। এদিকে শোনা যাচ্ছে, প্রয়াত মহাকাশচারী কল্পনা চোপড়ার জীবনীতে কাজ করতে আগ্রহী প্রিয়াংকা। কিন্তু তিনি বা ছবির নির্মাতারা কেউই এ ব্যাপারে কিছু বলেননি।