সিরিয়ায় হামলা চালিয়ে ব্যাপক সমালোচনার মুখে থেরেসা
আন্তর্জাতিক ডেস্ক :
রাসায়নিক হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে সিরিয়ায় হামলা চালানোর জন্য ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে। পরবর্তী সময়ে আসাদ সরকার যেন রাসায়নিক হামলা চালানোর ক্ষেত্রে ভয় পায় সেজন্য যৌথভাবে সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।
সোমবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সে বক্তব্য দেওয়ার সময় থেরেসার দাবি, সিরিয়ায় রাসায়নিক হামলার প্রতিবাদে জাতীয় চাহিদার কথা বিবেচনায় রেখেই হামলায় অংশ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের বলেছেন বলেই হামলায় অংশ নেওয়া হয়নি। আমরা হামলায় অংশ নিয়েছি এ কারণে যে, আমরা বিশ্বাস করি এটাই সঠিক এবং আমরা একা নই।
তবে পার্লামেন্টে অনুমতি না নিয়ে যৌথভাবে হামলায় অংশ নেওয়ার জন্য বেশ কয়েকজন সাংসদ তাকে প্রশ্ন করেন। বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন সাফ জানিয়ে দিয়েছেন, সেনা অভিযানে জীবনের ক্ষতি এবং মানুষের মৃত্যুর চেয়ে খারাপ কিছু আর নেই। সেনা অভিযান বন্ধ করা উচিত এবং অভিযান চালানোটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।