চীনের মোবাইল ফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

চীনের মোবাইল ফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন কমার্স ডিপার্টমেন্ট চীনের মোবাইল কোম্পানী ‘জেটিই কর্পোরেশন’ এর প্রস্তুতকৃত মোবাইল ফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানে অবৈধভাবে জাহাজের মাধ্যমে মালামাল রপ্তানির অভিযোগে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাণিজ্য বিভাগের একজন কর্মকর্তা।

সোমবার বাণিজ্য বিভাগ বলা হয়, ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাষ্ট্রর সাথে সম্পর্কযুক্ত কেউ দেশটির সাথে ব্যবসা করতে পারবে না। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সাথে বাণিজ্য করায় চীনের প্রধান মোবাইল কোম্পানীটির ওপর ৭ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে।


ইতোমধ্যেই অবৈধ রপ্তানির সাথে জড়িত ৪জন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে জেটিই কর্পোরেশন। আরো অন্তত ৩৫জন কর্মকর্তার বোনাস হ্রাস করা হয়েছে বলে একবিবৃতিতে নিশ্চিত করেছে কোম্পানীটি।

উল্লেখ্য, গতবছর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কিন ও চীনা পণ্য অবৈধভাবে ইরানে রপ্তানির জন্য টেক্সাসের আদালতে কোম্পানীটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই অভিযোগে কোম্পানীটিকে ৩শ মিলিয়ন মার্কিন ডলার জরিমান করা হয়েছিল এবং ইতোমধ্যেই প্রায় ৮শত ৯০মিলিয়ন পরিশোধ করা হয়েছে।