সোনমের বিয়ের কোরিওগ্রাফি করবেন ফারাহ খান

সোনমের বিয়ের কোরিওগ্রাফি করবেন ফারাহ খান
বলিউডের নামি কোরিগ্রাফার ,পরিচালক ফারাহ খান এই পর্যন্ত অনেক সিনেমারই কোরিওগ্রাফি করেছেন। গত সপ্তাহে সোনম কাপুর অভিনীত 'ভিরে দে ওয়েডিং' সিনেমায় সোনমের বিয়ের অনুষ্ঠানের নাচের কোরিওগ্রাফির কাজটাও তিনিই করেছেন। তবে সেটা ছিল অন-স্ক্রীনে। এবার অফ- স্ক্রীন মানে সোনমের সত্যিকার বিয়েতেও কোরিওগ্রাফার হিসেবে দেখা যাবে তাকে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগরীই বলিউড অভিনেত্রী সোনম কাপুর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তার দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে। শোনা যাচ্ছে, সেই বিয়ের সঙ্গীত অনুষ্ঠানটি দেখাশোনা করবেন কোরিওগ্রাফার ফারাহ খান। প্রযোজক, পরিচালক করন জোহরও সেই অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। 

সোনমের পরিবারের একজন সদস্য জানায়, করন এবং ফারাহ খান, কাপুর পরিবারের দীর্ঘ দিনের বন্ধু। এ কারণে সোনমের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে কোরিওগ্রাফি করার জন্য তার মা সুনীতা ফারাহ খানকে অনুরোধ জানান। ফারাহও কনেকে বিয়ের উপহার হিসেবে কোরিওগ্রাফি করতে  সম্মতি জানান। ইতিমধ্যে অনিল কাপুরের 'বাংলো' জুহুতে সঙ্গীত অনুষ্ঠানের জন্য নাচের রিহার্সেলও শুরু হয়ে গিয়েছে। সোনমের বাবা-মা অনিল কাপুর এবং সুনীতা কাপুরসহ এই মহড়ায় অংশ নিচ্ছেন সোনমের ভাইবোনেরাও। 

শোনা যাচ্ছে, সঙ্গীত অনুষ্ঠানে করন জোহর, সোনম কাপুর অভিনীত 'প্রেম রতন ধন পায়ো' ছবির টাইটেল গানের সঙ্গে নাচবেন। 

এদিকে সোনমের বিয়ের তারিখ নিয়ে এখনো দুই পরিবারে আলোচনা চলছে। তবে সেটা এই মাসের শেষে কিংবা মে মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। 

সূত্র : মিড ডে ডট কম