মধ্যপ্রাচ্য
সৌদি আরবে ৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে গত চার মাসে ৪৮ জনের মৃত্যুদণ্ডদেশ কার্যকর করা হয়েছে। এদের অর্ধেককে মাদক সংক্রান্ত অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়।
হিউম্যান রাইটস ওয়াচ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বুধবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, ‘সৌদি আরব ২০১৮ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সৌদি আরবের বিচার ব্যবস্থায় মাদক সংক্রান্ত অপরাধে আরো অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।’
সৌদি আরবে সন্ত্রাসবাদ, হত্যা, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের মতো অপরাধের জন্যে মৃত্যুদণ্ড দেয়া হয়।
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর উগ্রবাদী হামলা : হতাহত ১৩
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে দাশস-ই-আরশী জেলায় আফগান নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টে বৃহস্পতিবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে আট জন নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে।
জেলা গভর্ণর নাসরুদ্দিন নাজারি সাদি একথা জানান। খবর সিনহুয়া’র।
সাদি বলেন, ‘তালেবান উগ্রবাদীরা আজ ভোরে দাশত-ই-আরশী জেলার কালতারাশ এলাকায় সেনা নিরাপত্তা চৌকিতে হামলা শুরু করে।’
এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন তালেবান উগ্রবাদী হতাহত হয়েছে বলেও জানান তিনি।