কোটা থাকবে না- আশ্বাস প্রধানমন্ত্রীর

কোটা থাকবে না- আশ্বাস প্রধানমন্ত্রীর
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে প্রধানমন্ত্রী তাদের একথা জানান বলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক টেলিফোনে সাংবাদকিদের নিশ্চিত করছেন। পরে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনেও তা সবার সামনে প্রকাশ করেন।
এছাড়া কোটা নিয়ে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী স্পষ্ট বক্তব্য দিতে পারেন বলেও জানা গেছে।

এদিকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, 'বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাত করি। তিনি বলেন, 'সরকারি চাকুরীতে কোন কোটা পদ্ধতি থাকবেনা। মানীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।'


কোট সংস্কার : সরকারি সিদ্ধান্ত ৭ মের মধ্যে
এর আগে বলা হয়েছিল, আগামী ৭ মে’র মধ্যে কোটা সংস্কারের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল, সোমবার কোটা সংস্কার আন্দোলনকারী প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের দায়িত্বশীল মন্ত্রী হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেটাই সরকারের বক্তব্য।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওবায়দুল কাদের কোটা সংস্কারের বিষয়ে অন্য কেউ যদি কিছু বলে থাকে সেটা তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন।