রাজ্যে ভূমিকম্প, কেঁপে উঠল তিন জেলা, দিঘায় বাড়ছে ভয়

রাজ্যে ভূমিকম্প, কেঁপে উঠল তিন জেলা, দিঘায় বাড়ছে ভয়

মঙ্গলবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের দুই জেলা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভূমিকম্প ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।

রাজ্যে ভূমিকম্প। কলকাতায় টের পাওয়া না গেলেও কেঁপে উঠল তিন জেলা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি কম্পন অনুভূত হয়। স্বাভাবিক ভাবেই সমুদ্র শহর দিঘায় বাড়ছে ভয়। সতর্ক প্রশাসন। ভূমিকম্পের খবর মিলেছে পুরুলিয়া জেলা থেকেও। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

সব থেকে বেশি কম্পন অনুভূত হয়েছে মেদিনীপুর শহরে। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত বড় রকমের কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ভূমিকম্প টের পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়া জেলা থেকেও। সর্বত্রই মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে খুব কম সময়ের জন্যই কম্পন অনুভূত হয়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্প হয়েছে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট ২৯ সেকেন্ডে। পশ্চিম মেদিনীপুর সংলগ্ন হুগলি জেলায় ছিল কম্পনের উৎসস্থল।
Source: ebela.in