ভারতের টানা দ্বিতীয় জয়

ভারতের টানা দ্বিতীয় জয়

পাঁচ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো চার উইকেট নিলেন শার্দুল ঠাকুর। ভারতের লক্ষ্যটা রাখলেন হাতের নাগালে। ব্যাটিংয়ে দিনেশ কার্তিককে নিয়ে বাকিটা সারলেন মনিশ পান্ডে।

কলম্বোয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতেছে ভারত। স্বাগতিকদের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় রোহিত শর্মার দল। এ নিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ ম্যাচে জিতল পরে ব্যাটিং করা দল।   

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত পেল টানা দ্বিতীয় জয়। টানা দ্বিতীয় হারের স্বাদ পেল স্বাগতিক শ্রীলঙ্কা।

আর পাল্লেকেলে স্টেডিয়ামে সোমবার বৃষ্টির বাধায় ১৯ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ৩৪ রানের মধ্যে ফিরে যান দুই বাঁহাতি ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা ও কুসল পেরেরা।

শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন উপুল থারাঙ্গা ও কুসল মেন্ডিস। তৃতীয় উইকেটে দুই জনে গড়েন ৬২ রানের চমৎকার জুটি। ডানা মেলতে সময় নেননি ছন্দে থাকা মেন্ডিস। তাকে স্ট্রাইক দিয়ে যাওয়ায় মনোযোগ ছিল থারাঙ্গার। ২৪ বলে ২২ রান করা থারাঙ্গাকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন বিজয় শঙ্কর।

দিনেশ চান্দিমালের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া থিসারা পেরেরার শুরুটা ছিল দারুণ। মুখোমুখি হওয়া প্রথম দুই বলে হাঁকান ছক্কা। এরপর যেতে পারেননি বেশি দূর। ১৫ রান করা বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন ঠাকুর।

থিসারার উইকেটে পাল্টে যায় ম্যাচের চিত্র। ১২ ওভারে ৪ উইকেটে ১১৩ রান করা স্বাগতিকরা শেষ ৭ ওভারে তুলে মাত্র ৩৯ রান।

টানা দ্বিতীয় ফিফটি পাওয়া মেন্ডিসকে ফেরান লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেল। ৩৮ বলে খেলা ওপেনার মেন্ডিসের ৫৫ রানের ইনিংস গড়া তিনটি করে ছক্কা-চারে। শ্রীলঙ্কার শেষ ছয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল দাসুন শানাকা। তার ব্যাটে দেড়শ পার হয় স্বাগতিকদের সংগ্রহ।

২৭ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার পেসার শার্দুল। ওয়াশিংটন সুন্দর ২ উইকেট নেন ২১ রানে। 

রান তাড়ায় দ্রুত ফিরেন ভারতের দুই ওপেনার। পরপর দুই ওভারে রোহিত শর্মা ও শিখর ধাওয়াকে বিদায় করেন আকিলা দনঞ্জয়া।

ক্রিজে এসেই শট খেলতে শুরু করেন সুরেশ রায়না। বাঁহাতি ব্যাটসম্যান ১৫ বলে দুটি করে ছক্কা-চারে করেন ২৭ রান। রিশাব পান্তের জায়গায় সুযোগ পাওয়া লোকেশ রাহুল ফিরেন হিট উইকেট হয়ে। টি-টোয়েন্টিতে এভাবে আউট হওয়া প্রথম ভারতীয় তিনিই।

অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৬৭ রানের জুটিতে বাকি সারেন পান্ডে ও কার্তিক। ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন পান্ডে। পাঁচটি চারে কার্তিক ২৫ বলে করেন ৩৯ রান।

১৯ রানে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার দনঞ্জয়া। তিনি ছাড়া দলের আর কারো ইকোনমি আটের নিচে ছিল না। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫২/৯ (গুনাথিলাকা ১৭, মেন্ডিস ৫৫, পেরেরা ৩, থারাঙ্গা ২২, থিসারা ১৫, জিবন ১, শানাকা ১৯, দনঞ্জয়া ৫, লাকমল ৫*, চামিরা ০, প্রদিপ ০*; উনাদকাট ১/৩৩, ওয়াশিংটন ২/২১, ঠাকুর ৪/২৭, চেহেল ১/৩৪, শঙ্র ১/৩০, রায়না ০/৬)

ভারত: ১৭.৩ ওভারে ১৫৩/৪ (রোহিত ১১, ধাওয়ান ৮, রাহুল ১৮, রায়না ২৭, পান্ডে ৪২*, কার্তিক ৩৯*; লাকমল ০/১৯, দনঞ্জয়া ২/১৯, চামিরা ০/৩৩, প্রদিপ ১/৩০, জিবন ১/৩৪, থিসারা ০/১৭)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: শার্দুল ঠাকুর