সেরা নির্মাতার অস্কার পেলেন গুয়ের্মো দেল তোরো
‘দ্য শেইপ অব ওয়াটার’ চলচ্চিত্র পরিচালনার জন্য ৯০তম অস্কার পেলেন মেহিকান চলচ্চিত্র নির্মাতা গুয়ের্মো দেল তোরো ।
“অনেক লড়াই আর শ্রমের বিনিময়ে নিজের এই অবস্থান তৈরি করেছি।” পুরস্কার মঞ্চে এমনটাই বললেন ৫৩বছর বয়সী মেহিকান চলচ্চিত্র নির্মাতা ।
ধন্যবাদ জানালেন ‘দ্য শেইপ অব ওয়াটার’ ছবির শিল্পী কলাকুশলীদেরকেও ।
সেরা নির্মাতার লড়াইয়ে এবার আরও মনোনীত ছিলেন, ক্রিস্টোফার নোলান,( ‘ডানকার্ক’); জর্ডান পিলে,( ‘গেট আউট’); গ্রেটা গারউইং, (‘লেডি বার্ড’); এবং পল থমাস অ্যান্ডারসন,( ‘ফ্যান্টম থ্রেড’) ।