৬০ রুশ কূটনীতিককে বহিষ্কারের আদেশ ট্রাম্পের, সিয়াটলে রাশিয়ার কনস্যুলেট বন্ধ
যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর হত্যা চেষ্টার জেরে রাশিয়ার ৬০ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সিয়াটলে বন্ধ করা হয়েছে রাশিয়ার কনস্যুলেটও। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা একথা জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নমনীয় মনোভাবের জন্য সমালোচিত ট্রাম্প এই প্রথম ক্রেমলিনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিলেন।
যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৪টি দেশ সোমবার রাশিয়ার কূটনীতিকদের বরখাস্তের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন ইইউ প্রধান ডোনাল্ড তুস্ক।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজ এরই মধ্যে ১৪টি সদস্য রাষ্ট্র রাশিয়ার কূটনীতিকদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।”