বাংলাদেশ সীমান্তে সিসি ক্যামেরা বসাবে ভারত

বাংলাদেশ সীমান্তে সিসি ক্যামেরা বসাবে ভারত
অনুপ্রবেশ ও সীমান্ত-সংক্রান্ত অপরাধ বন্ধ করতে বাংলাদেশের সঙ্গে সীমান্তে নজরদারি কড়াকড়ি করবে ভারত। এ লক্ষ্যে সীমান্তজুড়ে সিসি ক্যামেরা বসাবে দেশটি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 
গত মাসে হওয়া ত্রিপুরার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। ওদিকে কাশ্মীরের উত্তরাঞ্চলে বিদ্রোহী দমনের নামে পরিচালিত ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানের সময় বন্দুকযুদ্ধে দুই পক্ষের ১০ জন নিহত হয়েছেন। ত্রিপুরা রাজ্যের ৮০ শতাংশ এলাকাজুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। এর মধ্যে ৭৫ কিলোমিটার এলাকায় এখনও বেড়া হয়নি। ফলে এই এলাকা দিয়ে প্রচুর মাদকদ্রব্য ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচার হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার বিপ্লব কুমার দেব ও উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মণ দু’দিনের দিল্লি সফর শেষে আগরতলায় ফেরেন। এক সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার বলেন, সীমান্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে।

যেসব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় দ্রুত বেড়া দেয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, এপ্রিল মাসে স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সফর করবেন ও সীমান্ত এলাকা পরিদর্শন করবেন।

এখনও যে সব সীমান্ত এলাকায় বেড়ার কাজ সম্পূর্ণ হয়নি সেসব এলাকায় জিরো পয়েন্টে বেড়া লাগানো হবে। পাচার বন্ধ করার জন্য লাগানো হবে সিসি ক্যামেরাও। সীমান্ত সংলগ্ন এলাকার সড়কগুলোও সংস্কার করা হবে।

তিনি বলেন, আরও উন্নতমানের সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশ সীমান্ত বেড়ার ওপর সিসিটিভি বসানোর উপযুক্ততা যাচাই করে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং আরও বলেছেন, সীমান্তে যেকোনো রকম অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে সেন্ট্রাল কন্ট্রোল এবং মনিটরিং রুম প্রতিস্থাপন করার কথা বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।