পছন্দের মানুষকে নিয়োগ দিলেন ট্রাম্প

পছন্দের মানুষকে নিয়োগ দিলেন ট্রাম্প
জন বোল্টন। ছবি: এএফপি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পছন্দের ব্যক্তি জন বোল্টনকে নতুন নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগ দিয়েছেন। বোল্টনকে নিয়োগ দিতে সরিয়ে দেওয়া হয়েছে এইচ আর ম্যাকমাস্টারকে। এ নিয়ে গত ১৪ মাসে ট্রাম্পের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন বোল্টন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অবশ্য ট্রাম্প এক টুইট বার্তায় ম্যাকমাস্টারের প্রশংসা করে বলেছেন, ‘তিনি দারুণ কিছু কাজ করেছেন এবং সব সময় আমার বন্ধু থাকবেন।’

উত্তর কোরিয়া ও ইরানে আক্রমণ চালানোসহ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের মতকে সমর্থন জানানোর পুরস্কার পেলেন জন বোল্টন। ফক্স নিউজকে তিনি বলেছেন, তাঁর কাজ হবে প্রেসিডেন্টের সামনে বিভিন্ন রকমের বিকল্প নিশ্চিত করা। ৯ এপ্রিল দায়িত্ব নেবেন বোল্টন।

ম্যাকমাস্টারের বিদায়ে হোয়াইট হাউস থেকে আরও একজন বড় কর্মকর্তার বিদায়ের ঘটনা দেখা গেল। অবশ্য ট্রাম্প প্রশাসনে অদলবদল কোনো বিস্ময়কর বিষয় নয়। ১৪ মাসের কিছু বেশি সময়ে প্রশাসন এবং তার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট কমপক্ষে ২৩ জন হয় পদত্যাগ করেছেন বা পদচ্যুত হয়েছেন।

গত সপ্তাহে ট্রাম্প এক টুইটের মাধ্যমে তাঁর পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। তাঁর জায়গায় আনেন গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক মাইক পম্পেওকে। সামনে প্রশাসনের শীর্ষস্থানীয় পদে আরও রদবদল আসতে পারে বলেও আভাস দেন ট্রাম্প।