ছুটি নেবেন কে? শিক্ষক-শিক্ষিকাদের হাতাহাতি
প্রধানশিক্ষক অনুপস্থিত থাকায় টিচার ইনচার্জকে বলে ছুটি নেন স্কুলের শিক্ষক অভিজিত্ সাহা।আজ কাজে যোগ দিয়ে দেখেন খাতায় লালকালি। প্রধানশিক্ষককে কারণ জিজ্ঞেস করতে বচসা বেধে যায়।
প্রধানশিক্ষক অনুপস্থিত থাকায় টিচার ইনচার্জকে বলে ছুটি নেন স্কুলের শিক্ষক অভিজিত্ সাহা।আজ কাজে যোগ দিয়ে দেখেন খাতায় লালকালি। প্রধানশিক্ষককে কারণ জিজ্ঞেস করতে বচসা বেধে যায়। ঘটনার সূত্রপাত দিনদুই আগে। প্রধানশিক্ষক অনুপস্থিত থাকায় টিচার ইনচার্জকে বলে ছুটি নেন স্কুলের শিক্ষক অভিজিত্ সাহা।আজ কাজে যোগ দিয়ে দেখেন খাতায় লালকালি। প্রধানশিক্ষককে কারণ জিজ্ঞেস করতে বচসা বেধে যায়। অভিযোগ সেই ঝামেলার মধ্যেই তাঁর ওপর চড়াও হন স্কুলের ক্লার্ক সাধন বিশ্বাস।অভিজিত্বাবুর অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর শুরু করেন সাধনবাবু। গালিগালাজও করা হয়।স্কুল চত্বরে এভাবে শিক্ষক-শিক্ষিকাদের মারামারি করতে দেখে জড়ো হয়ে যান অভিভাবকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই স্কুলে হাতাহাতি রোজকার ঘটনা।