তৃতীয় টেস্টে অনিশ্চিত কোহলি, কে হবেন অধিনায়ক! ব্যাপক ছাঁটাইয়ের ইঙ্গিত

তৃতীয় টেস্টে অনিশ্চিত কোহলি, কে হবেন অধিনায়ক! ব্যাপক ছাঁটাইয়ের ইঙ্গিত
চলতি সিরিজে কোহলি বাদে বাকি ব্যাটসম্যানরা চূড়ান্ত ফ্লপ। ফর্মের ধারেকাছে নেই পূজারা থেকে শিখর ধবন, লোকেশ রাহুলরা।

বিদেশের মাটিতে টানা লজ্জাজনক হার। যে ইংল্যান্ড সফর টিম ইন্ডিয়ার সাফল্যের পালকে নতুন মুকুট হতে পারত, সেই সফরই কার্যত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কোহলি অ্যান্ড কোংয়ের কাছে। বার্মিংহ্যামের পরে লন্ডন— জোড়া টেস্ট ম্যাচ হারের ধাক্কায় ভারতীয় ক্রিকেটের ইমারতটাই যেন নড়ে গিয়েছে। শাস্ত্রী-কোহলির যোগ্যতার উপরেও উঠে গিয়েছে প্রশ্ন। এমন পরিস্থিতিতেই খবর, সাময়িকভাবে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতেও পারেন বিরাট কোহলি।

এমনই খবর জাতীয় সংবাদমাধ্যমে। এমনিতেই লর্ডসে চোট পাওয়ায় তৃতীয় টেস্টে ট্রেন্টব্রিজে অনিশ্চিত কোহলি। যদিও সংবাদমাধ্যমে খবর, তিনি নাকি নামতে মরিয়া। চলতি সপ্তাহের শনিবার থেকেই শুরু তৃতীয় টেস্ট। এই টেস্টের পরেই শেষ দু’টেস্টের জন্য দল নির্বাচন করবেন নির্বাচকরা। তবে ট্রেন্টব্রিজে ভারত ভাল না খেললে পরবর্তী দু’টেস্টে ব্যাপক পরিবর্তনের সম্ভবনা থাকছে।

চলতি সিরিজে কোহলি বাদে বাকি ব্যাটসম্যানরা চূড়ান্ত ফ্লপ। ফর্মের ধারেকাছে নেই পূজারা থেকে শিখর ধবন, লোকেশ রাহুলরা। সাধারণত, ক্যাপ্টেন না খেললে সহ অধিনায়করা ক্যাপ্টেনের ভূমিকা পালন করেন। তবে অজিঙ্কা রাহানে পরপর ব্যর্থ হয়ে পড়ায়, তিনি প্রথম একাদশে থাকবেন কি না, তা-ই নিশ্চিত নয়। এমন অবস্থায় তৃতীয় টেস্টে অধিনায়ক হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।

শুধু কোহলিই নন, কোচ রবি শাস্ত্রীও তোপের মুখে। হরভজন সিংহ সরাসরি হারের জন্য কোচের জবাবদিহি চেয়েছেন। প্রাক্তন বহু ক্রিকেটারের মনোভাব হরভজন-সুলভ। বোর্ডের এক কর্তা তো সংবাদ সংস্থায় জানিয়ে দিয়েছেন, ‘‘শাস্ত্রী এবং বাকি বর্তমান সাপোর্ট স্টাফদের নিয়েই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় হেরেছি। ইংল্যান্ডেও সেই ব্যর্থতা। মনে রাখতে হবে, শাস্ত্রী-সঞ্জয় বাঙ্গার-আর শ্রীধর-ভরত অরুণদের দায়িত্বে আনা হয় ডানকান ফ্লেচার-ট্রেভর পেনি-জো ডয়েস’দের সরিয়ে। ইংল্যান্ডের কাছে হেরেই ফ্লেচারদের চাকরি গিয়েছিল।’’ এর সঙ্গে সেই কর্তা আরও যোগ করেন, ‘‘প্রত্যাশিত ফল না মিললে বোর্ড জবাবদিহি করতেই পারে।’’

সূত্রের খবর, টেস্ট সিরিজ খোয়ালেই শাস্ত্রী-কোহলি জুটির ডানা ছাঁটা হবে। পাশাপাশি, বোর্ডের একাংশ ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, ফিল্ডিং কোচ আর শ্রীধরের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নয়। শাস্ত্রীর সঙ্গে তাঁর সাঙ্গপাঙ্গদেরও পারফরম্যান্স র্মূল্যায়ণ করা হবে।