লা লিগায় রাতে মাঠে নামছে বার্সা ও রিয়াল

লিগায় রাতে মাঠে নামছে বার্সা ও রিয়াল

স্প্যানিশ লা লিগায় ২০১৭/১৮মৌসুম শুরু করতে যাচ্ছে প্রথম ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ ।প্রথম ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। অপর ম্যাচে দেপোর্তিভো লা করুনার মাঠে অতিথি হিসেবে খেলতে যাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে বার্সার প্রতিপক্ষ রিয়াল বেতিস। আরেক ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে রাত পৌনে তিনটায়।
চির সবুজের বার্সেলোনা শহরে বইছে স্বজন হারানোর সুর। বৃহস্পতিবারের হামলায় পর থেকেই যেন থমথমে অবস্থা পুরো নগরে। সন্ত্রাসী হামলায় নিহত ১৪ জনের শোকে স্তব্ধ পুরো বার্সেলোনা। এবার সেই শোক’কে সঙ্গী করেই লা লিগার প্রথম ম্যাচে মাঠে নামছে কাতালান ক্লাবটি। ন্যু ক্যাম্পে যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস।

১ দশকের মধ্যে গড়া বার্সেলোনার এবারের দলটি সবচাইতে নড়বড়ে। নেইমার ইস্যুতে এখনও টালমাটাল কাতালান শিবির। আসবে আসবে বলেও অনিশ্চিত ডেম্বেলে-কৌতিনিয়ো’দের ন্যু ক্যাম্পে আগমন। তার মধ্যে মাত্রই স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরে আত্মবিশ্বাসের তলানিতে লা লিগার ২৪ বারের চ্যাম্পিয়ন’রা।

এখানেই শেষ নয়। দলের ইনজুরির মিছিলটাও অনেক লম্বা। নিয়মিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার পাশাপাশি এ ম্যাচে থাকছেন না লুইস সুয়ারেজ-ও। অনিশ্চিত রাফিনহা, বুস্কেটসের খেলাটা। সে সঙ্গে নতুন কোচ আর্নেস্তো ভালভার্দের ট্যাকটিকসের সাথে মানিয়ে-ও নিতে পারেনি কাতালান ক্লাবটি। ফর্মেশন হিসেব তাই পুরানো কৌশল ৩-৫-২ এ ফিরছে দল। যেখানে মেসির সঙ্গে দেখা যেতে পারে পাকো আলকাসের’কে।

অন্যদিকে গত মৌসুমে ১৫তম অবস্থানে থেকে লিগ শেষ করা রিয়াল বেতিস-ও, এবার দলে ভিড়িয়েছেন ক্রিশ্চিয়ান টেলো, অ্যান্থেনিয় বার্জান, জাভি গার্সিয়ার মত ফুটবলার’কে। তাইতো আভাস পাওয়া যাচ্ছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

বার্সেলোনায় যখন একরাশ হতাশা তখন বিপরীত চিত্রটা মাদ্রিদে। ৩৪তম লা লিগার শিরোপা জয়ের মিশনে, যেখানে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুণা। কোচ জিনেদিন জিদান নামক পরশ পাথরের স্পর্শে বদলে যাওয়া মাদ্রিদিস্তানরা কোথায় গিয়ে থামাবে সেটাই এখন বড় প্রশ্ন।

গেল এপ্রিল থেকে শুরু করে টানা ৬৮ ম্যাচে ১৮৬ গোল করেছে লস ব্লাঙ্কোস’রা। তবে ৫ ম্যাচ নিষেধাজ্ঞার মাত্র ১টি ম্যাচ পার হওয়ায়, এ ম্যাচেও তারা পাচ্ছেন না গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদোকে। স্টার্টিং লাইন-আপে ফিরছেন গ্যারথ বেল। তাইতো গেল মৌসুমে কোনভাবে রেলিগেশন এড়ানো লা করুনার বিপক্ষে বড় জয়ের প্রত্যাশায় মাদ্রিদ সমর্থক’রা।