জাপানে ফের জেগে উঠেছে ভয়াবহ আগ্নেয়গিরি

জাপানে ফের জেগে উঠেছে ভয়াবহ আগ্নেয়গিরি
দক্ষিণ জাপানের শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে ফের লাভা উদগীরণ শুরু হয়েছে। এবার আগ্নেয়গিরি অবস্থা এতটাই ভয়াবহ যে দেশটির আবহাওয়া সংস্থা হুঁশিয়ার দিয়েছে, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা পাথরখন্ড জ্বালামুখ থেকে চার কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে।
আর্ন্তজাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মাউন্ট শিনমোয়েদাকের আগ্নেয়গিরি থেকে বেশ কিছু দিন ধরেই ছাই উড়ে আসছিল। শনিবার ভোর থেকে সেটি আরও চরম আকার ধারণ করে। বিস্ফোরন্মুখ হয়ে ওঠে। এই আগ্নেয়গিরির উদগীরণ আগামী কয়েক মাস ধরে চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে।

আগ্নেয়গিরিটি সচল হওয় ওঠার পর জ্বালামুখ থেকে ১৫,০০০ ফুট ওপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। আশেপাশে যেসব বাড়িঘর রয়েছে সেখানে ভূকম্পন অনুভূতও হয়েছে। আগ্নেয়গিরির একপাশ থেকে গলিত লাভা বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।

সম্প্রতি এর আগে জাপানের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে সৃষ্ট তুষারধসে চার জন আহত হয়। জাপানের আবহাওয়া সংস্থা তখন আশপাশের বাসিন্দাদের কুসাৎসু শিরানে থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছিল।  সেটিকে ‘সক্রিয় আগ্নেয়গিরি’ হিসেবে ঘোষণাও করা হয়েছিল।