হায়দরাবাদের নেতৃত্ব ছাড়লেন ওয়ার্নার
তাঁর হাত ধরে আইপিএলে চ্যাম্পিয়নের মালা গলায় পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই সাফল্যের নায়ক ডেভিড ওয়ার্নারকে এবার নেতৃত্ব দিতে দেখা যাবে না। শুধু তাই নয়, তাকেঁ দলে নাও দেখা যেতে পারে। বল টেম্পারিং-কাণ্ডে চাপের মুখে আইপিএলে হায়দরাবাদের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ওয়ার্নার।
এক সংক্ষপ্তি টুইট বার্তায় হায়দরাবাদের প্রধান নির্বাহী কে. শাসমুগাম নিশ্চিত করেছেন এই খবর, ‘সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ডেভিড ওয়ার্নার সানরাইজার্সের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন। নতুন অধিনায়কের নাম খুব দ্রুতই ঘোষণা করা হবে।’
২০১৬ সালে হায়দরাবাদকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ওয়ার্নার। সে আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজুর রহমান। মনে করা হয়, ওয়ার্নারই অত্যন্ত দক্ষতার সাথে ফিজকে ব্যবহার করতে পেরেছিলেন। আইপিএল শুরুর ১০ দিন আগে অধিনায়ক হারাল হায়দরাবাদ। এর আগে স্টিভেন স্মিথও আইপিএলে তাঁর দল রাজস্থান রয়্যা লসের অধিনায়কত্ব ছেড়ে দেন।
শুধু তা-ই নয়, এই দুজনের আইপিএল খেলা নিয়েও দেখা দিয়েছে সংশয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিকতাবিষয়ক কমিটি এখনও দুজনের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। আপাতত বল টেম্পারিংয়ের ঘটনায় জড়িত থাকায় স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বহিষ্কার করে রেখেছে। স্মিথ-ওয়ার্নার দুজনই নির্দিষ্ট মেয়াদের জন্য নিষিদ্ধ হতে পারেন। সিএ যদি দুজনকে নিষিদ্ধ করে, তাহলে তাঁদের আইপিএলে নাও দেখা যেতে পারে।
রাজস্থান এরই মধ্যে অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানেকে বেছে নিয়েছে। হায়দরাবাদ অধিনায়ক হিসেবে কাকে বেছে নেয় এখন সেটাই দেখার। তবে এক্ষেত্রে এগিয়ে আছেন ওপেনার শিখর ধাওয়ান। আলোচনা হচ্ছে, সাকিব আল হাসান আর কেন উইলিয়ামসনের নামও। কেকেআরে সাত বছর খেলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। সে তুলনায় উইলিয়ামসনের চেয়ে এগিয়ে সাকিবই। তবে ম্যানেজম্যান্ট যদি ভারতীয় কাউকে পছন্দ করে সেক্ষেত্রে ধাওয়ানই এগিয়ে।