জার্মানির প্রতিশোধ রাশিয়াতে নিতে চায় ব্রাজিল
জার্মানির বার্লিনে আগামীকাল মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ব্রাজিল-জার্মানি। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে তাদের মাঠে ৭-১ গোলে হারের যে তিক্ত স্বাদ জার্মানি দিয়েছিল অনেকে সেই ম্যাচের প্রতিশোধ মনে করছে বার্লিনের ম্যাচটি। কারণ এবার যে জার্মানির মাঠে তাদেরকে হারানোর সুযোগ ব্রাজিলের সামনে। কিন্তু ব্রাজিলের ফুটবলার থিয়াগো সিলভা এই ম্যাচে কোন প্রতিশোধ দেখছেন না।
ব্রাজিল ফুটবলারের হিসেব অনেকটা ‘দুধের স্বাদ কি ঘোলে মেটে?’ টাইপের। রাশিয়া বিশ্বকাপের আগের প্রীতি ম্যাচে তাই শোধ নেওয়ার কিছু দেখছেন না তিনি। তার মতে ব্রাজিল যদি জার্মানির বিপক্ষে প্রতিশোধ নেয়ই তবে তা নেবে রাশিয়ায় ফুটবলের বিশ্ব আসরে।
থিয়াগো অবশ্য ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির অধিনায়ক ফিলিপ লামের কথাটা একটু ঘুরিয়ে বলেছেন। ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়ক লাম মিনেইরোর ড্রেসিংরুমে বলেছিলেন, ‘ব্রাজিলের বিপক্ষে সেমি ফাইনালের ম্যাচটা ছিল ১২ বছর আগের হারের প্রলেপ।’
লাম কোন কথা বলছেন ফুটবল নিয়ে যারা সামান্য খোঁজখবর রাখেন তাদের জন্য বোঝা কঠিন না। ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উচিয়ে ধরেছিল রোনালদো-রিভালদোরা। লামদের আগের প্রজন্মের ফুটবলার অলিভার কান-জেনস জার্মিসদের হারের প্রতিশোধ বলে ওই ম্যাচকে উল্লেখ করেন তিনি।
তবে জার্মানিতে কৌটিনহো-পাউলিনহোরা প্রতিশোধের জন্য যাচ্ছে না বলে জানান থিয়াগো সিলভা। বর্তমান ব্রাজিল দলের ডিফেন্ডার এবং ২০১৪ বিশ্বকাপে সেই ম্যাচ খেলতে না পারা ব্রাজিল অধিনায়ক সিলভা বলেন, ‘আমি মনে করি না, জার্মানির বিপক্ষে আগামীকালের ম্যাচ আমাদের মন থেকে সেই ক্ষত মুছে ফেলবে। এটা ফুটবল। এই খেলায় সবসময় প্রতিশোধ নেওয়ার জন্য সঠিক উপলক্ষ্য এসে যায়। সেটা কখন কিভাবে আসবে তা কেউ বলতে পারে না।’