‘মেসির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত আর্জেন্টিনার’

‘মেসির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত আর্জেন্টিনার’
লিওনেল মেসিকে পাওয়ায় আর্জেন্টাইনদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত বলে মনে করেন দিয়েগো কস্তা। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সমালোচনা করা ঠিক নয় বলে মত স্পেনের এই ফরোয়ার্ড।

মঙ্গলবার রাতে স্পেনের কাছে ৬-১ গোলে গুঁড়িয়ে গিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড স্পর্শ করে আর্জেন্টিনা। চোটের কারণে ম্যাচটিতে খেলতে পারেননি মেসি।

স্প্যানিশদের গোলবন্যার শুরু হয় কস্তার হাত ধরে। পরে আন্তর্জাতিক ফুটবলে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান ইসকো। তাদের বাকি দুই গোলদাতা ইয়াগো আসপাস ও থিয়াগো আলকান্তারা। 

বার্সেলোনার হয়ে সব শিরোপা জেতা মেসি জাতীয় দলের হয়ে এখনও কিছুই জিততে পারেননি। টানা তিন বছর তিনটি ফাইনালে উঠেও শিরোপার দেখা মেলেনি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। এরপর ২০১৫ ও ২০১৬ সালে দুইবার কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হার মানে দলটি। এর আগে ২০০৭ সালের কোপা আমেরিকার ফাইনালেও ব্যর্থ হয দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা মেসির অভাব বোধ করেছে বলে মনে করেন আতলেতিকো মাদ্রিদের কস্তা।

ব্রাজিলে জন্ম নেওয়া কস্তা বলেন, “আপনার সব বিষয় পর্যালোচনা করতে হবে। আর্জেন্টিনার মানুষ মেসির অনেক সমালোচনা করে। কিন্তু আপনি বলতে পারেন, মেসি না থাকলে তারা অন্য কিছু।”

“মেসির মতো একজন খেলোয়াড়ের সমালোচিত হওয়া উচিত নয়। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে মেসি আপনাদের দলে আছে। মেসিকে সব সময় মর্যাদা দেওয়া উচিত। এমনকি জাতীয় দলের হয়ে সে একটি খারাপ ম্যাচ খেললেও। তার মাঠে থাকা পার্থক্য গড়ে দেয়।”