এক বছরের জন্য নিষিদ্ধ, আইপিএল থেকেও বাদ ওয়ার্নার ও স্মিথ

এক বছরের জন্য নিষিদ্ধ, আইপিএল থেকেও বাদ ওয়ার্নার ও স্মিথ
বল টেম্পারিংয়ের দায়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এবং জুনিয়র সদস্য ক্যামেরন ব্যানক্রফ্টকে আইসিসি-র নিয়ম অনুযায়ী নামমাত্র ‘শাস্তি’ জুটেছিল । একটি টেস্টের জন্য নির্বাসিত হয়েছিলেন তাঁরা। ম্যাচ ফি-র সামান্য অংশ কাটা গিয়েছিল।

তবে তা পর্যাপ্ত নয় বলে আগেই ক্রিকেট বিশ্বে শোরগোল পড়েছিল। প্রত্যেকের নজরে ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সকালেই অভিযুক্ত তিন ক্রিকেটারকে তৎক্ষণাৎ দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল ক্রিকেট সংস্থার তরফে। বেলা বাড়তেই এল আসল খবর। দেশের ক্রিকেটের ভাবমূর্তি রক্ষার তাগিদেই এবার তারকা ক্রিকেটারদের প্রতি খড়গহস্ত হল জেমস সাদারল্যান্ডের ক্রিকেট অস্ট্রেলিয়া।


আইপিএলের রাজস্থান রয়্যালস দলের নেতৃত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন স্টিভ স্মিথ। বুধবার স্মিথের পদাঙ্ক অনুসরণ করেন ওয়ার্নারও। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের চেয়ার থেকে সরে আসেন তিনিও। স্টিভ স্মিথ অবশ্য গোটা আইপিএল থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। যদিও ওয়ার্নার সাধারণ ক্রিকেটার হিসেবে আইপিএল-এ অংশ নেবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের পর তাঁর আইপিএল-এ খেলা সম্ভব নয়। তবে বিসিসিআই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।

শুধু তাই নয়,এক বছরের জন্য নির্বাসিত করা হল দুই অজি তারকা ক্রিকেটারকে। জাতীয় দলের হয়ে একবছর খেলতে পারবেন না ওয়ার্নার ও স্মিথ।