গেইল, হেটমায়ারের সেঞ্চুরিতে জয়ে শুরু উইন্ডিজের

গেইল, হেটমায়ারের সেঞ্চুরিতে জয়ে শুরু উইন্ডিজের

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও শিমরন হেটমায়ারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে সহজেই হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ৬০ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপের অন্য ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত
ওল্ড হারারিয়ান্সে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬ উইকেটে ২৯৭ রান করে সংযুক্ত আরব আমিরাত।
এভিন লুইসের সঙ্গে ৮৮ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন গেইল। বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে হেটমায়ারের সঙ্গে ১০৩ রানের আরেকটি ভালো জুটি।

একটু মন্থর শুরু করা গেইল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলতে থাকেন শট। ছক্কা বৃষ্টিতে সাজান ১২৩ রানের দারুণ ইনিংস। ৯১ বলে এই রান করতে ১১টি ছক্কার সঙ্গে ৭টি চার হাঁকান গেইল। ওয়ানডেতে এটি তার ২৩তম সেঞ্চুরি।

মন্থর ব্যাটিংয়ে ৩৪ বলে ১৫ রান করে ফিরে যান মারলন স্যামুয়েলস। ২৭ বলে ৩৫ রান করা শাই হোপ মাঠ ছাড়েন চোট পেয়ে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হেটমায়ার ফিরেন ১২৭ রান করে। তার ৯৩ বলের ইনিংস ১৪টি চারের পাশে ছক্কা চারটি।

সাড়ে তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ার চেষ্টাতেই যায়নি সংযুক্ত আরব আমিরাত। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া রমিজ শাহজাদের অপরাজিত ১১২ রানে দলটি যায় তিনশর কাছাকাছি। মিডল অর্ডার ব্যাটসম্যানের ১০৭ বলের ইনিংসে ৯টি চারের পাশে ছক্কা ৪টি।

শাইমান আনোয়ার করেন ৬৪ রান। শেষের দিকে ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ রান করেন আদসান মুফতি।

ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেওয়া জেসন হোল্ডার। অধিনায়ক ৫ উইকেট নেন ৫৩ রানে। অন্য উইকেটটি নেন কেমার রোচ।

আয়ারল্যান্ড-পাপুয়া নিউ গিনি

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৫ রান করে পাপুয়া নিউ গিনি। জবাবে ৪৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড।

রান তাড়ায় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। পল স্টার্লিংয়ের সঙ্গে ৫২ ও এড জয়েসের সঙ্গে ১০৮ রানের দুটি জুটিতে দলকে তিনি দাঁড় করান দৃঢ় ভিতের ওপর।

৬৯ বলে চারটি চারে ৫৩ রান করে ফিরেন জয়েস। দলের সংগ্রহ দুইশ ছাড়ানোর পর ফিরেন পর্টারফিল্ড। অধিনায়ক ১৩৩ বলে ১২টি করেন ১১১ রান। জর্জ ডকরেলকে নিয়ে বাকিটা সহজেই সারেন গ্যারি উইলসন।

এর আগে টনি উরার দুর্দান্ত এক ইনিংসে লড়াইয়ের পুঁজি গড়ে পাপুয়া নিউ গিনি। প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল উরা। ১৪২ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫১ রান করেন এই ওপেনার। ওয়ানডেতে এটাই ডানহাতি এই ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি।

অন্য কোনো ব্যাটসম্যান সেভাবে এগিয়ে আসতে না পারায় সংগ্রহ আরও হয়নি পাপুয়া নিউ গিনির।

৩৮ রানে ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সেরা বোলার অ্যান্ডি বালবার্নি।

বিশ্বকাপ বাছাইয়ে দুই গ্রুপে খেলছে পাঁচটি করে দল। ‘এ’ ও ‘বি’ গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স পর্ব। এই পর্বের সেরা দুই দল খেলবে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে।