আরেক উইকেট গেল ট্রাম্পের টিমের

আরেকটি উইকেট পড়তে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিবিসির অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই বিদায় নিচ্ছেন। এ ধারাবাহিকতায় এবার পদত্যাগ করতে যাচ্ছেন গ্যারি কন।
গ্যারি কনের পদত্যাগের বিষয়ে ধারণা করা হচ্ছে যে মুক্ত বাণিজ্যের সমর্থক গ্যারি কন ট্রাম্পের রক্ষণশীল কার্যক্রমে ক্ষুব্ধ। সম্প্রতি অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানির ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত দেশীয় শিল্পকে রক্ষার জন্য এই রক্ষণশীল সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্যারি কন জানিয়েছেন, দেশের সেবায় নিয়োজিত থেকে তিনি সম্মানিত বোধ করেছেন। গত বছর ট্রাম্পের কর সংস্কার পদক্ষেপেও কনের ভূমিকা ছিল। তবে ট্রাম্প ও কনের মধ্যে সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না।

সম্পর্ক ভালো না থাকলেও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কনের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তাঁকে ‘বিরল প্রতিভা’ বলে উল্লেখ করেছেন। পরে এক টুইটে কনের জায়গায় শিগগিরই কাউকে নিয়োগ দেওয়া হবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, অনেকেই এ দায়িত্ব পেতে চাইছেন। বিচক্ষণতার সঙ্গে যোগ্য প্রার্থী বাছাই করতে হবে।

গত সপ্তাহে ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত সহযোগী ও হোয়াইট হাউসের প্রধান যোগাযোগ কর্মকর্তা হোপ হিকস পদত্যাগ করেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকার বিষয়ে তদন্তের অংশ হিসেবে হিকসকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর ঠিক এক দিন পরই পদত্যাগের ঘোষণা দেন তিনি। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে হিকসের পদত্যাগের কারণ স্পষ্ট নয় বলে জানানো হয়।