আইপিএল উদ্বোধনীতে মঞ্চ মাতাবেন যারা

আইপিএল উদ্বোধনীতে মঞ্চ মাতাবেন যারা
এখন প্রায় প্রতিটি দেশেই ফ্রাঞ্চাইজি ক্রিকেট হচ্ছে। সবচেয়ে জনপ্রিয় কোন দেশের ঘরোয়া লিগ? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কারও বোধহয় দ্বিমত করার সুযোগ নেই। মাঠে এবং মাঠের বাইরে সবখানেই রয়েছে আইপিএলের জৌলুস। একাদশতম আইপিএলও এর ব্যতিক্রম হবে না।
এবার শুরুতেই ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেবে আইপিএল। শোনা যাচ্ছে, ১৫ মিনিট পারফর্ম করার জন্য ৫ কোটি টাকা নিচ্ছেন বলিউড তারকা রণবির সিং! ভারতীয় বোর্ডের (বিসিসিআই) শীর্ষ এক কর্মকর্তা বলেছেন‌, ‘প্রতিবারের মতো আইপিলে এবারও ক্রিকেট আর বিনোদন হাতে হাত ধরেই আসছে।’
গতবার আলাদা শহরে, আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তা দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তাই এবার আর সে রাস্তায় হাঁটা হচ্ছে না। ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রণবীর সিং, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ, পরিণীতি চোপড়া, তামান্না আগুন জ্বালাবেন মঞ্চে।’
শুধু তাই নয়, মিকা আর প্রভুদেবাও দর্শকদের মাতাতে হাজির থাকবেন। গ্যালারিতে হাজির শুধু দর্শকরা নন, আয়োজকদের লক্ষ্য টেলিভিশনের সামনে যাঁরা বসবেন, তাঁরাও। তাই সব দিক বিচার করেই করা হয়েছে পরিকল্পনা। বিসিসিআইয়ের ওই কর্তা আরও বলেছেন, ‘শুরুটা সব সময় ভালো হওয়া দরকার। আমাদের দায়িত্ব অর্ধেক পূর্ণ হয়েছে। ভিন্ন শহরে, ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের ভাবনাটা সফল হয়নি। তাই এবার আমরা সে রাস্তায় হাঁটছি না।’
খবর রটেছে রণবীর একাই নিচ্ছেন ৫ কোটি!‌ এটা কি সত্যি? ওই কর্মকর্তা বলছেন, ‘আমাদের বাজেট ২০ কোটি। এই টাকা মঞ্জুর হয়েছে। প্রতি মিনিটে কে, কত টাকা নিচ্ছে সেটা বলব না। যদি শো মনে রাখার মতো হয়, তাহলে কেউ কোনও প্রশ্ন করবে না, এই সত্যিটা আমরা জানি। নিশ্চিত, এবারের অনুষ্ঠান জমজমাট হবে। যা সুর বেঁধে দেবে ৫০ দিনের এই টুর্নামেন্টের।’