সরকার বা পুলিশ কাউকেই দায়ী করছেন না জাফর ইকবালের স্ত্রী

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে কোনো ধরনের দায়ী করছেন না তার স্ত্রী ড. ইয়াসমিন হক। তিনি বলেন, একটি মুক্তমঞ্চে অনেকেই দাঁড়াচ্ছিল। হঠাৎ যদি একজন পকেট থেকে ছোট কোনো কিছু বের করে আক্রমণ করে তাৎক্ষনিকভাবে বুঝতে সময় লাগে। আমি এর জন্য পুলিশ বা সরকার কাউকেই ব্লেম করি না। এটা আমার ব্যাক্তিগত মত।

রোববার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে সিএমএইচ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ড. ইয়াসমিন হক বলেন, একটি মুক্তমঞ্চে শত শত শিক্ষার্থী আনন্দ করছিল। অনেকেই সেখানে দাঁড়াচ্ছিল।হামলার সময় কেউ বুঝতেই পারেনি যে হামলা হয়েছে। যখন দাঁড়ানো অবস্থায় জাফর ইকবালের  মাথা থেকে রক্ত ঝড়ছিলো তখন সবার চোখে পড়ে। হামলাকারীর কাছে ছোট কিছু ছিলো আঘাত করার মতো। আল্লাহ না করুক যদি বড় কোনো অস্ত্র থাকতো তাহলে সে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটাতো। হামলার সময় একজন এসবিও সেখানে ছিল যে হামলাকারীকে বাধা দিতে গিয়ে  আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের সাথে ২৪ ঘন্টাই পুলিশ থাকে, বছরের পর বছর তারা আমাদের নিরাপত্তা দিয়ে আসছেন। জাফর ইকবাল নিজেই অনেকসময় পুলিশি নিরাপত্তায় বিরক্ত হয়ে যেতেন। শিক্ষার্থীদের তার রুমে আসতে দেয়ার জন্য পুলিশদের সরে যেতে বলতেন। তারপরেও পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছেন।